মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গঙ্গাচড়ায় হিন্দুদের বসতঘরে হামলার নিন্দা, জড়িতদের গ্রেপ্তার দাবি *** থাই রাজার সন্ন্যাসী পুত্রের আবেগঘন বার্তা কীসের ইঙ্গিত *** ব্রাজিলকে শিরোপা জেতানো কোচকে নিয়োগ দিল বসুন্ধরা *** বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: প্রধান উপদেষ্টা *** প্রধান উপদেষ্টাকে সৌদি আরবের আমন্ত্রণ *** বাংলাদেশসহ ৯৮ দেশে ভূমিকম্পের আগাম বার্তা অ্যান্ড্রয়েড ফোনে, সক্রিয় করবেন যেভাবে *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ৩রা আগস্ট খুলছে মাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাস *** মাঝ আকাশ থেকে ফেরত এলো বিমানের ঢাকা-দাম্মাম ফ্লাইট

কান উৎসবে ঐশ্বরিয়াকে কটাক্ষ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৬ পূর্বাহ্ন, ১৯শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

‘কান চলচ্চিত্র উৎসব’ এর ৭৭তম আসরে বরাবরের মতো স্বমহিমায় উজ্জ্বল ছিলেন ঐশ্বরিয়া রাই। উৎসবের দ্বিতীয় দিন (শুক্রবার) অভিনেত্রীর ঝলমলে সাজপোশাক দেখে তুমুল সমালোচনা করছেন নেটিজেনরা।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ছিল কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিন। সেদিন ‘কাইন্ডস অফ কাইন্ডনেস’-এর স্ক্রিনিংয়ে অংশ নেওয়ার আগে রেড কার্পেটে হাঁটেন ঐশ্বরিয়া রাই। পোশাকশিল্পী ফাল্গুনী শেন পিককের তৈরি ফিরোজা ও রূপালি রঙের উজ্বল এক গাউনে সেজে উঠেছিলেন সাবেক বিশ্বসুন্দরী। 

কিন্তু অভিনেত্রীর এই লুক দেখে অনেকেই মজা করে লিখেছেন, অনেকেই কটাক্ষ করে তার পোশাককে জন্মদিনে বাড়ি সাজানোর সরঞ্জামের সঙ্গে তুলনা করেন।

তার পোশাক দেখে একব্যক্তি তার এক্স হ্যান্ডেলে লেখেন, ‘এই পোশাকের অনুপ্রেরণা কী ছিল? জন্মদিনের পার্টি? আপনার স্টাইলিস্টকে বরখাস্ত করুন, ঐশ্বরিয়া।’

অন্য আর এক এক্স ব্যবহারকারী শিবাঙ্গী যাদব তার এক্স হ্যান্ডেলে ‘কান’-এর দ্বিতীয় দিনে নায়িকার একটি ছবি শেয়ার করে লেখেন, ‘ঐশ্বরিয়া আপনার কাছে আমার আন্তরিক আবেদন দয়া করে আপনার স্টাইলিস্টকে বরখাস্ত করুন।

আরো পড়ুন: একসঙ্গে ১০ জনকে চুমু, কাজের স্বার্থে সবটাই করতে হয়েছিল!

আপনি এত সুন্দরী, কিন্তু এটা কেমন পোশাক বলুনতো! আমি আশ্চর্য হয়ে যাচ্ছি।’ অন্য আরো এক এক্স ব্যবহারকারী লেখেন, ‘আমি জানি না কেন কিন্তু আমার দেখে মনে হচ্ছে ঐশ্বরিয়ার স্টাইলিস্ট তাকে মেট গালার জন্য সাজিয়েছেন কানের জন্য নয়।’

এদিকে কান সফরের দ্বিতীয় দিনে মায়ের পাশে নজর কাড়লেন আরাধ্যা। নীল রঙের পোশাকে ঐশ্বরিয়া ছিলেন সাবলীল। মায়ের পাশে আরাধ্যার দেখা মিলল হলুদ রঙের পোশাকে। একদম নো-মেকআপ লুকে দেখা মিলেছে আরাধ্যাকে।

গত বৃহস্পতিবার কান উৎসবে আরাধ্যার সঙ্গে হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া। উৎসবে মা-মেয়ে জুটিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। মুম্বাই এয়ারপোর্টে ঐশ্বরিয়াকে প্লাস্টার করা হাতে দেখে ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন।

সূত্র:হিন্দুস্তান টাইমস

এসি/

ঐশ্বরিয়া রাই কান উৎসব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন