শুক্রবার, ১০ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে আমেরিকা, ইউরোপের আপত্তি শরিয়া শাসনে! *** শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম *** ইসরায়েল থেকে মুক্ত শহিদুল আলম এখন তুরস্কে *** স্বামী নিখোঁজের পর দেবরের সঙ্গে বিয়ে, পরের দিনই হাজির স্বামী! *** সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব স্থগিত নিয়ে যা জানাল চারুকলা অনুষদ *** গাজায় যুদ্ধবিরতি ‘কার্যকর’, নিজ এলাকায় ফিরছেন ফিলিস্তিনিরা, সরছেন ইসরায়েলি সেনারা *** ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় যা বলছে হোয়াইট হাউস *** তালেবানের সঙ্গে বৈঠকের পর কাবুলে পূর্ণাঙ্গ দূতাবাস চালুর ঘোষণা দিল্লির *** গুমের ঘটনায় ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ন্যায়বিচারের পথে অগ্রগতি: এইচআরডব্লিউ *** শেখ হাসিনাসহ দুই ডজন নেতা ভোটে অযোগ্য হচ্ছেন

আদালতে প্রিয়াকে ‘সিনড্রেলার সৎমা’ বললেন কারিশমার সন্তানদের আইনজীবী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৩ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সন্তান ২০ বছর বয়সী সামাইরা ও ১৫ বছরের কিয়ান কাপুর তাদের সৎমা প্রিয়া সচদেব কাপুরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। তাদের অভিযোগ, প্রায় ৩০ হাজার কোটি টাকার সম্পত্তির নিয়ন্ত্রণ নিতে তাদের প্রয়াত বাবা সঞ্জয় কাপুরের উইল জাল করেছেন সৎমা।

ভারতের আলোচিত এই উত্তরাধিকার বিতর্ক এখন আদালতে পৌঁছেছে। সেখানে এক আইনজীবীর মন্তব্যে পরিস্থিতি আরও নাটকীয় রূপ নিয়েছে।

এনডিটিভি জানিয়েছে, দিল্লি হাইকোর্টে বৃহস্পতিবার (৯ই অক্টোবর) মামলাটির শুনানিতে সিনিয়র আইনজীবী মহেশ জেঠমালানি প্রিয়া সচদেব কাপুরকে ‘সিনড্রেলার সৎমা’ বলে আখ্যা দেন।

তিনি বলেন, ‘তিনি (প্রিয়া) যেন সেই গল্পের সৎমায়ের মতো, যিনি শুধু নিজের স্বার্থ দেখেন। তিনি লোভী—নিজের জন্য ৬০ শতাংশ সম্পত্তি রেখেছেন, ছেলের জন্য ১২ শতাংশ, আর ট্রাস্টের ৭৫ শতাংশও তার দখলে।’

এই মামলাটি দাখিল করেছেন কারিশমা কাপুরের সন্তানেরা। তাদের অভিযোগ, তাদের বাবা সঞ্জয় কাপুরের মৃত্যুর পর প্রিয়া সচদেব কাপুর জাল উইলের মাধ্যমে সম্পূর্ণ সম্পত্তির মালিকানা দাবি করেছেন। ২০২৫ সালের ২১শে মার্চের ওই উইলটিকে ‘জাল দলিল’ বলে তারা দাবি করেন। সঞ্জয় কাপুর চলতি বছরের জুনে যুক্তরাজ্যে এক পোলো ম্যাচে অংশগ্রহণকালে হঠাৎ মারা যান।

আদালতে কারিশমার সন্তানদের আইনজীবী জেঠমালানি বলেছেন, ‘এই উইলটি এতটাই অগোছালোভাবে তৈরি যে, কোনো অভিজ্ঞ আইনজীবী এর কৃতিত্ব নিতে চাইবেন না। এত বড় সম্পত্তি নিয়ে কোনো শিল্পপতি আইনজীবীর পরামর্শ ছাড়া এমন নথি তৈরি করবেন—এটা বিশ্বাসযোগ্য নয়।’

তিনি আরও জানান, সঞ্জয় কাপুর মার্চের মাঝামাঝিতে তার ছেলে কিয়ানের সঙ্গে ছুটিতে ছিলেন। সেই সময়ই উইলটি সংশোধিত হয়। কিন্তু সেটা কে করল?’

জেঠমালানির দাবি, ওই ফাইল অন্যের ডিভাইসে তৈরি হয়েছিল এবং যিনি সেটা করেছিলেন পরে তাকে কোম্পানির পরিচালক করা হয়। তার মতে, যারা উইল জাল করেছে, তারাই পুরস্কৃত হয়েছে।

প্রিয়া সচদেব কাপুরের এক ঘনিষ্ঠ সহযোগী নিতিন শর্মাকে এই জালিয়াতির সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছেন আবেদনকারীরা। তারা জানান, প্রিয়া সচদেব তার সহযোগী দীনেশ আগারওয়াল ও নিতিন শর্মার সঙ্গে যোগসাজশ করে উইলটি কয়েক সপ্তাহ গোপন রাখেন এবং পরে পারিবারিক বৈঠকে প্রকাশ করেন।

এই মামলায় কারিশমা কাপুরের সন্তানেরা তাদের বাবার ব্যক্তিগত সম্পত্তিতে সমান এক-পঞ্চমাংশ করে অধিকার দাবি করেছেন।

অন্যদিকে প্রিয়া সচদেব পক্ষের আইনজীবী রাজিব নায়ার আদালতে দাবি করেছেন, সামাইরা ও কিয়ান ইতিমধ্যে পরিবারের ট্রাস্ট থেকে ১ হাজার ৯০০ কোটি টাকা পেয়েছেন। তিনি প্রশ্ন তোলেন—‘তাহলে তারা আর কী চান?’

তবে এর জবাবে বলেছেন, ‘তাদের কিছুই দেওয়া হয়নি। আর তাদের বঞ্চিত করার কোনো কারণও বলা হয়নি। এমনকি প্রয়াত সঞ্জয় কাপুরের মা রানি কাপুরও কিছু পাননি।’

প্রয়াত সঞ্জয়ের মা রানি কাপুর নিজেও অভিযোগ করেছেন, তার ছেলের ব্যক্তিগত সম্পদ তার পুত্রবধূ আত্মসাৎ করেছেন। তিনি ছেলের উইল সম্পর্কে জানতে প্রিয়াকে ১৫টিরও বেশি ইমেইল পাঠিয়েছেন, কিন্তু কোনো উত্তর পাননি। দিল্লি হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৩ই অক্টোবর।

জে.এস/

কারিশমা কাপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250