রবিবার, ২৭শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১২ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মধুমিতা হল বন্ধ হচ্ছে না, মালিকপক্ষের নতুন সিদ্ধান্ত

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

দেশের ঐতিহ্যবাহী সিনেমা হল মধুমিতা আপাতত বন্ধ হচ্ছে না। দর্শকদের জন্য চালু থাকছে হলটি। ক্রমাগত লোকসান গুনতে থাকায় সপ্তাহখানেক আগে মধুমিতা সিনেমা হল বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ। এবার সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে তারা।

খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মধুমিতার কর্ণধার ও চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ।

তিনি বলেন, আমাদের একরকম সিদ্ধান্ত হয়েছিলো। পরে আবার পরিচালনা পর্ষদের সবাই মিলে মধুমিতা নিয়ে কয়েক দফা আলোচনা করি। এরপর সবাই মিলে সিদ্ধান্ত নেন যে, আপাতত বন্ধ করা হচ্ছে না। তিনি বলেন, আমরা যদি সিনেমা হল বন্ধ করি, তাহলে সংবাদ সম্মেলন করে সবাইকে জানাবো।

এর আগে নওশাদ জানিয়েছিলেন, হল বন্ধ রাখার কারণে স্টাফদের বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। তাই সিনেমা হলটি একেবারেই বন্ধ করে দেওয়ার প্রয়োজন বলে মনে করছেন তিনি।

এরপর দেশীয় বিভিন্ন সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, আগামী ঈদুল আজহার পর হলটি চিরতরে বন্ধ হয়ে যেতে হতে পারে।

উল্লেখ্য, ঢাকার মতিঝিলের শাপলা চত্বর থেকে টিকাটুলির দিকে যেতে হাতের বাঁ পাশে অবস্থিত ৫৮ বছরের ঐতিহ্যবাহী মধুমিতা। ঢাকার অন্যতম প্রাচীন প্রেক্ষাগৃহ এটি। ১৯৬৭ সালের ১লা ডিসেম্বর মধুমিতা হল উদ্বোধন করেছিলেন সাবেক পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার ও বিচারপতি আব্দুল জব্বার খান। এরপর থেকে স্বগৌরবে চলছে হলটি।

হা.শা./  আই.কে.জে


সিনেমা হল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন