চসিক কার্যালয়ে জরুরি প্রস্তুতি সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘আমরা সবাই একসঙ্গে কাজ করলে আগের মতো এবারও সফলভাবে করোনা মোকাবিলা সম্ভব হবে।’ আজ বুধবার (১১ই জুন) চসিক কার্যালয়ের সম্মেলনকক্ষে করোনার প্রাদুর্ভাব নিয়ে জরুরি প্রস্তুতি সভা শেষে তিনি এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, করোনা মোকাবিলায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল, বিআইটিআইডি, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরটিপিসিআর টেস্ট চালু থাকবে।
তিনি জানান, নগরীর বিভিন্ন স্থান ও চসিকের মেমন-২ হাসপাতালে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা থাকবে। চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও চসিকের মেমন-২ হাসপাতালকে দ্রুত কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসেবে প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি চমেক হাসপাতালেও করোনা চিকিৎসার জন্য প্রয়োজনীয় প্রস্তুতির নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া চসিক একটি সার্ভিস সেন্টার চালু করতে যাচ্ছে, যেখানে নাগরিকরা ফোন করে প্রয়োজনীয় সহায়তা নিতে পারবেন বলে জানান মেয়র।
এইচ.এস/
খবরটি শেয়ার করুন