বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একাত্তর নিয়ে বক্তব্য, সমালোচনার মুখে আসিফ নজরুলের দুঃখ প্রকাশ *** জুলাই সনদের খসড়ার সঙ্গে ‘মোটামুটি’ একমত বিএনপি *** বিনা অনুমতিতে নূরুল কবীরকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ *** জনসংখ্যা বাড়াতে প্রত্যেক শিশুকে বছরে ৬২ হাজার টাকা করে দেবে চীন *** প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন *** ইসরায়েলি দুই মন্ত্রীকে নেদারল্যান্ডসে ঢুকতে দেবে না দেশটির সরকার *** ডাকসু নির্বাচন ৯ই সেপ্টেম্বর *** আর কাউকে প্রতীকী মূল্যে জমি দেবে না সরকার: অর্থ উপদেষ্টা *** প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪ হাজার শুন্য পদ পূরণে উদ্যোগ *** প্রাথমিক পর্যায়ে ঐকমত্যের খসড়া আজকালের মধ্যে পাবে রাজনৈতিক দলগুলো: আলী রীয়াজ

জুন মাস মানেই কী কোহলির হাতে নতুন শিরোপা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১০ অপরাহ্ন, ৪ঠা জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম গতকাল মঙ্গলবার (৩রা জুন) রাতে হয়ে ওঠে বিরাট কোহলিময়। ১৮ বছরের অপেক্ষা শেষে আইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে আহমেদাবাদের সবুজ গালিচায় বসে অঝোরে কাঁদলেন তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সতীর্থ জিতেশ শর্মা, জশ হ্যাজলউড থেকে শুরু করে ফ্র্যাঞ্চাইজির মেন্টর দিনেশ কার্তিক—সবার মুখে তখন শুধু বিরাট কোহলিরই নাম।

জুন মাস এখন কোহলির কাছে এখন পয়মন্ত হয়ে উঠেছে। বার্বাডোজে গত বছরের ২৯শে জুন দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটা ভারতের দ্বিতীয় শিরোপা হলেও কোহলির কাছে আইসিসির ট্রফিটা ছিল প্রথম। সেই শিরোপা জয়ের এক বছর না জেতেই ভারতীয় তারকা ব্যাটার প্রথমবারের মতো আইপিএলে চ্যাম্পিয়ন হলেন। দীর্ঘ ১৮ বছরের অপেক্ষা শেষে পরম আরাধ্য আইপিএল শিরোপার স্বাদ পেলেন।

যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে তিনি ২০০৮ সালে আইপিএলের প্রথম মৌসুম থেকে খেলছেন, তাদের প্রথম শিরোপা জয়ের পর কোহলি স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ হয়ে পড়েছেন। চ্যাম্পিয়ন কোহলি তার স্ত্রী আনুশকা শর্মাকে জড়িয়ে ধরলেন। ম্যাচ শেষে কোহলি বলেন, ‘আমি সব সময় এ শিরোপা জয়ের স্বপ্ন দেখেছি। শিরোপা জয়ের চেয়েও আমার কাছে এ মুহূর্তটা বিশেষ। কারণ, আমার হৃদয় বেঙ্গালুরুর সঙ্গে। আত্মা বেঙ্গালুরুর সঙ্গে। আমি যেমনটা বলেছি, আইপিএল ক্যারিয়ারের শেষ ম্যাচ পর্যন্ত বেঙ্গালুরুর হয়েই খেলব।’

আইপিএলে চ্যাম্পিয়ন হয়ে গত রাতে শ্রেয়াস আইয়ারের ওপর পুরোনো প্রতিশোধটাও নিয়ে ফেললেন রজত পতিদার। ২০২৪-এর ডিসেম্বরে রজতের নেতৃত্বাধীন মধ্যপ্রদেশকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বাই। তখন মুম্বাইয়ের অধিনায়ক ছিলেন শ্রেয়াস আইয়ার। 

আহমেদাবাদে গত রাতে আইয়ারের নেতৃত্বাধীন পাঞ্জাবকে হারিয়ে আইপিএলে বেঙ্গালুরু চ্যাম্পিয়ন হলো রজতের অধিনায়কত্বে। কিন্তু সব কিছু ছাপিয়ে কোহলিই যে ছিলেন মূল ফোকাস। চ্যাম্পিয়ন বেঙ্গালুরুর অধিনায়ক রজত বললেন, ‘এটা আমার ও বিরাট কোহলির জন্য বিশেষ। যে ভক্ত-সমর্থকেরা বছরের পর বছর ফ্র্যাঞ্চাইজিকে সমর্থন দিয়েছেন, তাদের কাছেও বিশেষ।’

আইপিএলে শিরোপা জিতে ভাষা হারিয়ে ফেলেছেন বেঙ্গালুরুর জিতেশ শর্মা। আহমেদাবাদে গত রাতে ৬ নম্বরে নেমে তার ১০ বলে ২৪ রানের ইনিংসটাও বেঙ্গালুরুকে শিরোপা জেতাতে দারুণ অবদান রেখেছে। জিতেশ বলেন, ‘নিজেকে প্রকাশের ভাষা হারিয়ে ফেলেছি। আমি বিরাট ভাইয়ের জন্য সত্যিই খুব খুশি। তিনি ১৮ বছর ধরে অপেক্ষা করেছেন। এখন তার কী অনুভূতি হচ্ছে, সেটা বুঝতে পারছি। যখন বিশেষ কারও জন্য শিরোপা জিতবেন, তখন সেই মুহূর্তটা জাদুকরী হয়ে ওঠে।’

এবারের আইপিএলে তৃতীয় সর্বোচ্চ ২২ উইকেট নিয়েছেন জশ হ্যাজলউড। বোলিং করেছেন ৮.৭৭ ইকোনমিতে। আহমেদাবাদে ফাইনালে গত রাতে পাঞ্জাব যখন ১৯১ রানের লক্ষ্যে ব্যাটিং করেছে, তখন ৪ ওভারে ৫৪ রানে ১ উইকেট নিয়েছেন। তবে ক্রুনাল পান্ডিয়ার জাদুকরী বোলিংয়ের কাছেই হার মেনেছে পাঞ্জাব। ৪ ওভারে ১৭ রানে ২ উইকেট নিয়ে হয়েছেন ফাইনালসেরা। ভুবনেশ্বর কুমার নিয়েছেন ২ উইকেট।

হ্যাজলউডের মতো একটি করে উইকেট পেয়েছেন যশ দয়াল ও রোমারিও শেফার্ড। চ্যাম্পিয়ন হওয়ার পর হ্যাজলউড বলেন, ‘আমার মতে ১৯০ এখানে ভালো স্কোর। উইকেটের চরিত্র বারবার বদলাচ্ছিল। দ্বিতীয় ইনিংসে একটু ভালো হয়েছে। প্রত্যেকেই এগিয়ে এসেছে। এ শিরোপা কোহলির কাছে সবকিছুই।’

বায়ার্নের হয়ে ২০২৪-২৫ মৌসুমের বুন্দেসলিগা লিগে প্রতিযোগিতামূলক ফুটবলে প্রথম শিরোপা জয়ের স্বাদ এবার পেয়েছেন হ্যারি কেইন। প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার পর অনুভূতি কেমন হয়, সেটা তিনিই তো ভালো বুঝবেন। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে কেইন গত রাতে কোহলির সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে কেইন লিখেছেন, ‘আর্কাইভে থাকা একটি ছবি এটা। বিরাট কোহলি ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে প্রথম শিরোপা জয়ের জন্য অভিনন্দন। অবিস্মরণীয় অর্জন।’

এইচ.এস/

বিরাট কোহলি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন