সোমবার, ২৮শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ৩রা আগস্ট খুলছে মাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাস *** মাঝ আকাশ থেকে ফেরত এলো বিমানের ঢাকা-দাম্মাম ফ্লাইট *** শেখ হাসিনা তো বাংলাদেশের মানুষ, তাকে পুশ-ইন করা হচ্ছে না কেন: রিজভী *** দুই বছরের মধ্যে বাস্তবায়নের প্রতিশ্রুতি নেওয়া হবে দলগুলোর *** আগস্ট থেকেই শুরু পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ: স্বরাষ্ট্র উপদেষ্টা *** ২০ বছর পর নিজের নাম লিখলেন পক্ষাঘাতগ্রস্ত নারী, সম্ভব করল মাথায় বসানো চিপ *** প্রথমবারের মতো এক বছরেই ৪০৯ কোটি ডলার বিদেশি ঋণ শোধ *** স্বৈরাচার রুখতেই সংলাপে অংশ নিচ্ছি: সালাহউদ্দিন আহমদ

'সম্মতি থাকলেও ১৮ বছরের নিচে কোনো মেয়ের সঙ্গে সহবাস ধর্ষণ'

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০০ পূর্বাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

১৮ বছরের নিচে কোনো মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছেন মুম্বাই হাইকোর্ট।

আদালত জানায় অপ্রাপ্তবয়স্ক স্ত্রী হলেও তার সম্মতির ভিত্তিতে যৌন সম্পর্ককে আইনত ধর্ষণ হিসেবেই বিবেচনা করা হবে। এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে গ্রহণযোগ্য করা হবে না।

মঙ্গলবার (১২ই নভেম্বর) নাগপুর বেঞ্চের বিচারপতি জি. এ. স্যানাপ এই রায় দেন।

এক অভিযুক্ত ব্যক্তি নিম্ন আদালতের দেওয়া ১০ বছরের কারাদণ্ড বাতিল চেয়ে হাইকোর্টে আপিল করেন। তবে হাইকোর্ট আপিল খারিজ করে নিম্ন আদালতের রায় বহাল রাখে।

অভিযুক্ত ব্যক্তি মহারাষ্ট্রের ওয়ার্ধার বাসিন্দা এবং প্রতিবেশী এক নাবালিকা মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। তিনি জোরপূর্বক যৌন সম্পর্ক স্থাপন করেন, যা মেয়েটিকে গর্ভধারণে বাধ্য করে। পরে তাকে বিয়ে করলেও বিয়ের পর তিনি শারীরিক নির্যাতন শুরু করেন।

ভুক্তভোগী তরুণী আদালতে জানান, গর্ভপাতের জন্য চাপ দেওয়া এবং সন্তানের পিতৃত্ব অস্বীকার করায় তিনি স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। ২০২১ সালে নিম্ন আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ড দেয়।

আরও পড়ুন: দায়িত্ব নেয়ার পর প্রথম কাজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা: ট্রাম্প

বিচারপতি স্যানাপ রায়ে বলেন, ‘বিবাহিত হোক বা না হোক, ১৮ বছরের নিচে কোনো মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক ধর্ষণ হিসেবে গণ্য হবে। অভিযুক্তের যুক্তি ও সম্মতিকে এই ক্ষেত্রে অপ্রাসঙ্গিক বলে গণ্য করা হবে।’

এদিকে ডিএনএ পরীক্ষায় সন্তানের পিতৃত্ব প্রমাণিত হওয়ায় অভিযুক্তের আপিল খারিজ করা হয়।

বিশেষজ্ঞদের মতে, এই রায় শিশু অধিকার সুরক্ষায় এবং নারীর প্রতি অপরাধ দমন করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে।

এসি/ আই.কে.জে


মুম্বাই হাইকোর্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন