সোমবার, ২০শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তান দেখাল কীভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ‘ডিল’ করতে হয় *** দেশে লাগাতার অগ্নিকাণ্ডে স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে সরকারের কোর কমিটি *** নাহিদের মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বলল জামায়াত *** প্রথম আলোর আলোচনায় জুলাই সনদ *** আলোচনা-সমালোচনায় কবি-সাংবাদিক আলতাফ, সহকর্মীরা প্রতিবাদমুখর, সরব নারীনেত্রীরা *** জামায়াত সম্পর্কে কী এনসিপির নতুন উপলব্ধি *** খালেদা জিয়ার সংসদ নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার বিষয়ে যা জানাল বিএনপি *** একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক *** জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি *** আন্দোলনের জবাবে ট্রাম্প বললেন, ‘আমি রাজা নই’

শীতে বিয়ে করতে হলে জানতে হবে যেসব বিষয়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৭ পূর্বাহ্ন, ১১ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

নানা সুবিধার কারণে মানুষ শীতেই বিয়ে করতে চান। শীতকালে বিয়ের আয়োজন করা হলে বাড়তি কিছু সুবিধা পান আয়োজকরা। 

তবে যখনই বিয়ে করেন না কেন, জেনে নিতে হবে কিছু বিষয়। চলুন সেসব বিষয় জেনে নেওয়া যাক -

ডাক্তারি পরীক্ষা

বিয়ের আগে মেডিকেল পরীক্ষা করা খুব জরুরি। হবু বর-কনের এইডস, হেপাটাইটিসসহ অন্য কোনো শারীরিক সমস্যা আছে কি না তা জানা খুবই দরকার। কারণ পরবর্তীতে এসব বিষয়ে হতে পারে নানা ধরনের সমস্যা। তাই বিয়ের আগে অবশ্যই ডাক্তারি পরীক্ষা করান। বিয়ে যেই মৌসুমেই হোক না কেন এটি খুবই জরুরি।

পারিবারিক প্রেক্ষাপট সম্পর্কে নিশ্চিত হোন:

বিয়ে দুজনের মধ্যে হলেও আবদ্ধ হয়ে পড়ে দুটি পরিবার। তাই বিয়ের পূর্বে পরিবারের সদস্যদের ব্যাপারে খোঁজখবর নেওয়া জরুরি। যেমন বাবা-মা কেমন, ভাইবোন কী করে, আত্মীয়স্বজন কেমন ইত্যাদি।

মেডিকেল হিস্ট্রি

পারিবারিক প্রেক্ষাপটের মতো পারিবারিক মেডিকেল হিস্ট্রি জানাটাও খুবই জরুরি। কারণ বিশেষ কিছু রোগ বংশগতির মাধ্যমে পরবর্তী প্রজন্মে বিস্তার করে। যেমন অটিজম, মস্তিষ্ক বিকৃতি, হাঁপানির মতো রোগ। তাই পরিবারে কেউ উন্মাদ ছিল কি না বা এমন কোনো ব্যাপার ছিল কি না তা জানার চেষ্টা করুন। কারণ এসব ব্যাপার আপনার জীবনেও প্রভাব ফেলবে।

শীত উপযোগী ভেন্যু নির্বাচন

শীতের মৌসুমে বিয়ের জন্য এমন ভেন্যু নির্বাচন করুন যেখানে অতিথিরা আরামদায়কভাবে থাকতে পারেন। ইনডোর ভেন্যু বা হিটার ব্যবস্থা যুক্ত ভেন্যু হলে আরও ভালো হয়।

শীতের ফুল ও সাজসজ্জা

শীতের মৌসুমে ফুলের সাজসজ্জায় যেমন সাদা গোলাপ, লিলি, বা মৌসুমি ফুল ব্যবহার করতে পারেন যা ঠান্ডায় টিকে থাকে। এ ছাড়া, ফ্যাব্রিকের পুষ্পশোভিত ডেকোরেশনও ভালো বিকল্প।

আরও পড়ুন: ত্বকে বাড়ছে খসখসে ভাব, তেল নাকি লোশন কোনটি মাখবেন?

পর্যাপ্ত শীতের পোশাক

বর-কনে এবং অতিথিদের জন্য পর্যাপ্ত শীতের পোশাক বা কভারিংয়ের ব্যবস্থা রাখুন। শীতের সময় বিবাহের অনুষ্ঠানে হালকা জ্যাকেট, শাল বা স্টাইলিশ কার্ডিগান রাখতে পারেন।

খাবার মেনুতে উষ্ণতা

খাবারের মেনুতে গরম স্যুপ, চা-কফি, হট চকোলেট এবং গরম খাবারগুলো রাখুন। শীতের রাতে অতিথিরা উষ্ণ পানীয় ও খাবার পছন্দ করবেন।

সময় নির্ধারণ

বিয়ের সময় এমনভাবে নির্ধারণ করুন যাতে দিন-রাতের মধ্যবর্তী সময়টায় বেশি অনুষ্ঠান হয়। দুপুর বা সন্ধ্যার দিকে অনুষ্ঠান শুরু করলে অতিথিরা শীতের তীব্রতা থেকে রক্ষা পাবেন।

আলোকসজ্জা ও উষ্ণতার ব্যবস্থা

বিয়ের ভেন্যুতে উষ্ণ এবং উজ্জ্বল আলোকসজ্জা ব্যবহার করুন। এটি শীতের মধ্যে উষ্ণ অনুভূতি তৈরি করবে এবং অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করবে।

এসি/ আই.কে.জে/


শীতে বিয়ে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250