বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ব্যাংকিং খাতে বঞ্চনার শিকার মুসলিমরা *** সরকারি কর্মচারীদের পাঁচ বছরের বেশি থাকা ঠিক না: প্রধান উপদেষ্টা *** আড়াই মাস চেষ্টা করেও আল জাজিরা তারেক রহমানের সাক্ষাৎকার নিতে পারেনি *** মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করতে হবে *** অজিত পাওয়ারকে বহনকারী বিমান বিধ্বস্তের আগে ‘রহস্যজনক নীরবতা’ *** ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের সংকেত বুঝতে পারছে না সরকার *** ‘আমি কিন্তু আমলা, আপনি সুবিচার করেননি’ *** প্রধান উপদেষ্টার কাছে অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি *** ভারত-ইউরোপের মুক্ত বাণিজ্য চুক্তি ও বাংলাদেশের পোশাক রপ্তানি *** ‘গ্রিনল্যান্ড: মার্কিন হুমকি বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয়’

‘কর্মক্ষেত্রে কাজের চাপ পুরুষদের সমকামী করে তুলতে পারে’

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৫ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার ধর্মমন্ত্রী ড. জুলকিফলি হাসান দাবি করেছেন, কর্মস্থলে কাজের চাপ পুরুষদের সমকামী করে তুলতে পারে। এক প্রতিবেদনে মালয়েশিয়ার সংবাদমাধ্যম ডেইলি এক্সপ্রেস মালয়েশিয়া ও এনএসটি অনলাইন এ তথ্য জানায়।   

তিনি বলেন, কাজের চাপ কখনও কখনও ব্যক্তিদের এলজিবিটি সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হওয়ার দিকে পরিচালিত করতে পারে।

দেশটির পার্লামেন্টে ২০১৭ সালের একটি গবেষণার বরাত দিয়ে এক প্রশ্নের জবাবে তিনি উল্লেখ করেন, সামাজিক প্রভাব, যৌন অভিজ্ঞতা ও ব্যক্তিগত অন্যান্য কারণও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গবেষণায় দেখা গেছে, এসব উপাদানের সংমিশ্রণ এলজিবিটি সম্পর্কিত আচরণের বিকাশে প্রভাব ফেলতে পারে।

ধর্মমন্ত্রী এই মন্তব্য করেন জাইলাহ মোহামদ ইউসুফের পার্লামেন্টারি প্রশ্নের জবাবে। তিনি জানতে চেয়েছিলেন, মালয়েশিয়ার এলজিবিটি সম্প্রদায়ের বর্তমান প্রবণতা, বয়সভিত্তিক বণ্টন, নৃতাত্ত্বিক সংমিশ্রণ এবং মূল প্রভাবক বিষয়গুলো কী।

উত্তরে জুলকিফলি বলেন, সরকার এলজিবিটি জনগোষ্ঠীর সংখ্যা সম্পর্কে কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান রাখে না। ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে এলজিবিটি সম্পর্কিত মোট ১৩৫টি মামলা রেকর্ড করা হয়েছে।

জুলকিফলি হাসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250