শুক্রবার, ৩রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরান থেকে রাজধানী অন্যত্র সরিয়ে নেবে ইরান, নেপথ্যে পানি *** গাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের *** ৪৭ দেশের ৪৪৩ স্বেচ্ছাসেবীকে অপহরণ করেছে ইসরায়েল *** মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরলেন দুর্গতিনাশিনী *** শহিদুল আলমের জাহাজ এখনো আটক হয়নি, দিলেন ভিডিওবার্তা *** পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু *** এনসিপিকে শাপলা দিলে মামলা করব না, তবে ইসি দিতে পারে না: মান্না *** শুধু থালাবাটি নয়, এনসিপির জন্য আছে লাউ-বেগুন-কলাসহ ৫০ প্রতীক *** ঝড় উপেক্ষা করে গাজার পথে ফ্লোটিলা, শহিদুল আলমের ভিডিও বার্তা *** ইসরায়েলি সব কূটনীতিককে কলম্বিয়া থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ প্রেসিডেন্ট পেত্রোর

সংস্কারের পর বিতর্কমুক্ত সংসদ নির্বাচন চায় ইসি

হাসান শান্তনু

🕒 প্রকাশ: ০৩:৩৪ অপরাহ্ন, ১৬ই জানুয়ারী ২০২৫

#

ছবি - সংগৃহীত

রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে প্রত্যাশিত সংস্কারের পর বিতর্কমুক্ত ও সব মহলে গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী সংসদ নির্বাচনের আগে ভোটার তালিকা হালনাগাদ করাসহ দেশে-বিদেশে গ্রহণযোগ্য বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের আগে নির্বাচন আয়োজনে কোনো তাড়াহুড়া দেখছে না ইসি। পরবর্তী সংসদ নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত সম্ভাব্য সময়সীমা সামনে রেখে ইসি এগিয়ে যাচ্ছে। ড. ইউনূস চলতি বছরের ডিসেম্বর এবং এ সময়ে কোনো কারণে সম্ভব না হলে আগামী বছরের মাঝামাঝি সংসদ নির্বাচনের আয়োজন হবে বলে জানিয়েছেন। চলতি বছরের শেষদিকে সংসদ নির্বাচন করার মতো প্রস্তুতি রাখছে বলেও ইসির সূত্র সুখবর ডটকমকে বুধবার জানিয়েছে।

ইসির নির্ভরযোগ্য সূত্র জানায়, সংসদ নির্বাচন তাড়াহুড়া করে আয়োজনের জন্য দেশি-বিদেশি কোনো চাপ নেই। ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসসহ একাধিক বিদেশি কূটনীতিক ইতোমধ্যে জানিয়েছেন, বাংলাদেশের আগামী নির্বাচন কবে হবে, সেটা সরকার ও দেশের রাজনৈতিক দলগুলো ঠিক করবে। নির্বাচনের সময়সীমা নিয়ে তারা কোনো মন্তব্য করতে চান না। সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে প্রয়োজনে স্থানীয় সরকারের নির্বাচনের আয়োজনের কথাও পরিকল্পনায় রাখছে ইসি। প্রধান রাজনৈতিক দল বিএনপি এই বছরের জুলাই-আগস্টের মধ্যে সংসদ নির্বাচন আয়োজন করতে যে দাবি জানিয়েছে, তাদের দাবির বিষয়টিও খতিয়ে দেখছে ইসি। তবে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, 'প্রধান উপদেষ্টা নির্বাচনের যে সম্ভাব্য সময়ের কথা বলেছেন, সে অনুযায়ী প্রস্তুতিমূলক কাজ এগিয়ে নিচ্ছে কমিশন।'

বিএনপি এতোদিন 'যৌক্তিক সময়ের মধ্যে' সংসদ নির্বাচনের কথা বলে আসছিলো। এখন দলটি মনে করছে, আগামী জুলাই-আগস্ট মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব। এই সময়ে নির্বাচন আয়োজনের দাবি ইতোমধ্যে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে বুধবার একাধিক উপায়ে চেষ্টা করেও তার বক্তব্য জানতে পারেনি সুখবর ডটকম।

অন্যদিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বুধবার বলেছেন, 'সরকারের গঠিত যে চারটি সংস্কার কমিশন এদিন তাদের প্রতিবেদন জমা দিয়েছে, তা খুবই গুরুত্বপূর্ণ। এ সংস্কার প্রতিবেদনের মাধ্যমে গণঅভ্যুত্থানের একটা চার্টার তৈরি করা হবে। যা হবে নতুন বাংলাদেশের একটা চার্টার। এটা তৈরি হবে মতৈক্যের ভিত্তিতে। নির্বাচন হবে, সবকিছুই হবে; কিন্তু চার্টার থেকে সরা যাবে না।'

বুধবার সকালে ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসব প্রতিবেদন হস্তান্তর করেন কমিশনের সদস্যরা। এ সময় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুদার, দুদক সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান ড. আলী রীয়াজ প্রধান উপদেষ্টার হাতে প্রতিবেদন তুলে দেন।

আই.কে.জে/

জাতীয় সংসদ নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250