মঙ্গলবার, ২১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টাকে ৬ আন্তর্জাতিক সংগঠনের চিঠি *** জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিয়ো না—এনসিপি নেতাদের গোলাম পরওয়ার *** দীপাবলিতে ভারতীয়দের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশি হাইকমিশনের ভিডিও প্রকাশ *** ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিলের তথ্য প্রকাশ, যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা *** ‘জামায়াত ও আ. লীগ মুদ্রার এপিঠ-ওপিঠ’ *** সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত ও আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান *** সংখ্যালঘুদের বিপদে ফেলবেন না, সরকারকে মির্জা ফখরুল *** বড় পুঁজির স্বপ্ন দেখা শ্রীলঙ্কাকে ২০২ রানে থামাল বাংলাদেশ *** সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা করার নির্দেশ *** নির্বাচনে সেনা এক লাখ, পুলিশ দেড় লাখ ও ছয় লাখ আনসার মাঠে থাকবে

মেট্রোরেলে মেলায় আসতে পেরে উচ্ছ্বসিত বইপ্রেমীরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৮ অপরাহ্ন, ১লা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

অমর একুশে বইমেলা শুরু হলো বৃহস্পতিবার (পহেলা ফেব্রুয়ারি) । প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন বিকেল ৩টায় মাসব্যাপী এই মেলার উদ্বোধন করেন। এরপর মেলা খুলে দেওয়া হয় সবার জন্য। এবছর মেট্রোরেল চালু থাকায় ঢাকার বিভিন্ন এলাকা থেকে খুব সহজেই মেলায় আসতে পারছেন বইপ্রেমীরা।

সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মেট্রোরেল স্টেশনে যাত্রীদের ভিড়। যাত্রীদের অধিকাংশই বইমেলাকে কেন্দ্র করে এসেছেন। অন্যদিনে এই স্টেশনে ভিড় না থাকলেও বৃহস্পতিবার ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এই স্টেশনে আসছেন যাত্রীরা।


রাজধানীর কাফরুল থেকে এসেছেন শোয়াইব রাফি। তিনি বলেন, ‘আজ রাজধানীতে যানজট বেশি। বাসা থেকে বের হওয়ার কথা ছিল না। মেট্রোরেল চলবে দেখেই বের হয়েছি। এখানে বন্ধুরা আছে, তাদের সঙ্গে দেখা করে মেলায় ঢুকবো। ফেরার সময়ও মেট্রোরেলে যাবো।’

মিরপুর-১০ থেকে তিন বন্ধুর সঙ্গে এসেছেন রেদোয়ান। রেদোয়ান বলেন, ‘মেট্রোরেল থাকায় খুব তাড়াতাড়ি আসছি। নিচ দিয়ে (যাত্রীবাহী বাসে) এলে কমপক্ষে দুই ঘণ্টা লাগতো। অন্যবার মেলায় একবার বা দুইবার আসতাম। আশা করছি এবার মেলায় কয়েকবার আসবো। বিশেষ করে আসা-যাওয়ার যে সুবিধা সেটি ভালো লেগেছে।’

আরো পড়ুন: ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নিলেন পুতুল

টিএসসি মেট্রোরেল স্টেশনের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্য পিন্টু বলেন, ‘প্রধানমন্ত্রী বাংলা একাডেমি থেকে চলে যাওয়ার পর মেট্রোরেলের যাত্রীরা আসতে শুরু করেন। দিনের অন্য সময় থেকে যাত্রী এখন বেশি। আজ থেকে তো বইমেলা শুরু, প্রতিদিনই এখন ভিড় হবে এই স্টেশনে।’

সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণ মিলিয়ে আয়োজন হয়েছে এবারের বইমেলার। মেলায় ৬৩৫টি প্রকাশনীর ৯৩৭টি স্টল রয়েছে।

এইচআ/  আই.কে.জে/ 

মেট্রোরেল বইমেলা বইপ্রেমী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250