শুক্রবার, ২রা মে ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১৫ই মে পর্যন্ত রাতের আকাশে উল্কাবৃষ্টিসহ যেসব চমক দেখা যাবে *** অনুমতি ছাড়া হজ পালন না করার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের *** ভারতের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা নেই: বিসিবি *** যে কারণে কোহলি-রোহিতদের বাংলাদেশ সফর আটকে যেতে পারে *** ইসরায়েল ও ইহুদিদের সঙ্গে কোকা-কোলার কী সম্পর্ক *** মেজর ফজলুর রহমানের 'সেভেন সিস্টার্স দখলের' বক্তব্য সরকার সমর্থন করে না: পররাষ্ট্র মন্ত্রণালয় *** আমেরিকার সংবাদমাধ্যম ‘এনপিআর’ ও ‘পিবিএস’র সরকারি অর্থায়ন বন্ধ *** সাহসী সাংবাদিকতার জন্য শোরেনস্টাইন অ্যাওয়ার্ড পেল নেত্র নিউজ *** আমরা কোনো সাংবাদিকের চাকরি খাচ্ছিও না, দিচ্ছিও না: প্রেস সচিব *** ১০ সাংবাদিক চাকরিচ্যুত ক্ষমতাবানদের ‘টেলিফোনে’, অভিযোগ কতটা সত্য

পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআই প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৭ পূর্বাহ্ন, ২রা মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটি গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) বর্তমান মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক। তিনি পাকিস্তানের দশম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের খবরে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সরকারিভাবে দেশের প্রধান গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) বর্তমান মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিককে নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) নিয়োগ দেওয়া হয়েছে। আইএসআই প্রধান দেশটির দশম এনএসএ হলেন।

মন্ত্রিসভা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেনারেল মালিক আইএসআই মহাপরিচালক হিসেবে তার বর্তমান পদও বহাল রাখবেন। তিনি সেপ্টেম্বর ২০২৪ থেকে এ পদে আছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক অবিলম্বে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।’

তার এ নিয়োগের মাধ্যমে প্রথমবারের মতো একজন কর্মরত আইএসআই প্রধান একই সঙ্গে এনএসএ হিসেবে দায়িত্ব পালন করবেন। সাম্প্রতিক পেহেলগাম হামলার পর ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই এ নিয়োগ এলো।

উল্লেখ্য, ২০২২ সালের এপ্রিলে ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই সরকার অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে এনএসএ-এর পদটি শূন্য ছিল। সে সময় মঈদ ইউসুফ এনএসএ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এইচ.এস/

পাকিস্তান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন