ছেলেদের বিভাগে মালয়েশিয়ার কাছে ৫-২ গোলে হেরেছে বাংলাদেশ। ছবি: এএইচএফ
অনূর্ধ্ব-১৮ এশিয়ান কাপ হকিতে বাংলাদেশের ছেলে-মেয়ে দুই দলেরই আজ রোববার (১৩ই জুলাই) ছিল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। চীনের ডাজুতে মেয়েরা সফল হলেও ব্যর্থ হয়েছে ছেলেদের দল।
মেয়েদের বিভাগে কাজাখস্তানকে ৬-২ গোলে হারিয়ে তৃতীয় হয়েছে বাংলাদেশ। হ্যাটট্রিক করেন রিয়া আইরিন। এ ছাড়া একটি করে গোল করেন শারিকা রিমন, কনা আক্তার ও রিয়াশা রিশি।
ছেলেদের বিভাগে মালয়েশিয়ার কাছে বাংলাদেশ হেরেছে ৫-২ গোলে। তৃতীয় কোয়ার্টার পর্যন্ত ২-২ গোলে সমতা ছিল। কিন্তু শেষ কোয়ার্টারে পাত্তাই পায়নি বাংলাদেশ।
খবরটি শেয়ার করুন