মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন *** ইসরায়েলি দুই মন্ত্রীকে নেদারল্যান্ডসে ঢুকতে দেবে না দেশটির সরকার *** ডাকসু নির্বাচন ৯ই সেপ্টেম্বর *** আর কাউকে প্রতীকী মূল্যে জমি দেবে না সরকার: অর্থ উপদেষ্টা *** প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪ হাজার শুন্য পদ পূরণে উদ্যোগ *** প্রাথমিক পর্যায়ে ঐকমত্যের খসড়া আজকালের মধ্যে পাবে রাজনৈতিক দলগুলো: আলী রীয়াজ *** মাইলস্টোনে বিধ্বস্ত যুদ্ধবিমানটি নিয়ে এখনই মন্তব্য সমীচীন নয়—বললেন রাষ্ট্রদূত *** মানুষের নিরাপত্তা দিতে না পারলে সংস্কার কাজে আসবে না: ফখরুল *** রাঙামাটিতে ইউপিডিএফের আস্তানায় সেনা অভিযান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার *** আড়াই লাখ মানুষ ঘর ছাড়া হওয়ার পর যুদ্ধবিরতিতে রাজি থাইল্যান্ড-কম্বোডিয়া

চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি থাকবেন সাকিব-তামিম, কী বলছে বিসিবি?

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৫ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৫

#

ছবি : সংগৃহীত

দেশের ক্রিকেটারদের মধ্যে একটি বড় মুখ সাকিব আল হাসান। কিন্তু এবারের বিপিএলের আসরে নেই তিনি। আবার এদিকে তামিম ইকবাল অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে এসেছেন। কিন্তু এরপর থেকে জাতীয় দলের হয়ে খেলেননি তিনি। কাগজে কলমে অবসর না নিলেও তামিম ইকবাল জাতীয় দলেরও কেউ নন। 

আর এসব ইস্যুই বাংলাদেশ ক্রিকেটের ভক্ত-সমর্থকদের মাঝে উসকে দিয়েছে প্রশ্ন। চলতি মাসের ১২ তারিখের মধ্যে ১৫ সদস্যের দল আইসিসির কাছে জমা দেবেন বিসিবির নির্বাচকরা। সেখানে সাকিব এবং তামিম ইকবালকে দেখা যাবে কি না তা নিয়ে ক্রিকেটপাড়ায় আছে নানা গুঞ্জন। তবে এক নির্বাচক দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছেন, নিদিষ্ট করে তারিখ এখনো নিশ্চিত নয় কবে জমা দেবেন।

আরো পড়ুন : অবিশ্বাস্য প্রত্যাবর্তন : ইন্টারকে হারিয়ে ইতালিয়ান সুপার কাপ এসি মিলানের

পরের প্রশ্নটা ছিল সাকিবের এবং তামিমের খেলা নিয়ে। সেই নির্বাচক জানালেন, বোর্ডের তরফ থেকে এখনো নিদিষ্ট করে কিছু জানানো হয়নি৷ সবকিছু নিশ্চিত হয়েই পাঠানো হবে দল। যদিও দল জমা দেওয়ার পর নিদিষ্ট কিছুদিন সময় থাকে পরিবর্তন করার। এখন দেখার অপেক্ষা এই দুই তারকাকে দেখা যাবে কি না। 

এর আগে সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা প্রসঙ্গে বোর্ড সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন, সাকিব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে মাঝে মাঝে যোগাযোগ চলছে। তিনি নিজেও মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে তাকে দলে ফেরানোর চেষ্টা করবেন। 

ফারুক আহমেদ বলেছিলেন, ‘সাকিবের এখনও অবসর হয়নি, তেমন কিছু হয়নি তার। ওর যা ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে সে মাঝে মাঝে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে, রাজনৈতিক জটিলতার বিষয়ে কি করা যায়। ওই ব্যাপারগুলোয় আমার সাহায্য করার কোনো ব্যাপার নেই।’ 

সাকিবের ব্যাপারটা তিনি ছেড়ে দিয়েছিলেন নির্বাচকদের ওপরেই, ‘তার ফিটনেস–মানসিক শক্তি দেখে সিলেকশন কমিটি আছে, তারা সিদ্ধান্ত নেবে।’

এস/কেবি

বিসিবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন