সোমবার, ২০শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংখ্যালঘুদের বিপদে ফেলবেন না, সরকারকে মির্জা ফখরুল *** বড় পুঁজির স্বপ্ন দেখা শ্রীলঙ্কাকে ২০২ রানে থামাল বাংলাদেশ *** সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা করার নির্দেশ *** নির্বাচনে সেনা এক লাখ, পুলিশ দেড় লাখ ও ছয় লাখ আনসার মাঠে থাকবে *** বিএনপির কার্যালয়ে সাংবাদিক হেনস্তার ঘটনায় এনসিপির নিন্দা ও উদ্বেগ *** কমলাপুর স্টেশনে কোমরে চাপাতি নিয়ে ভাইরাল, অতঃপর... *** আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করছি—উনি এটা প্রমাণ করুক: এ কে আজাদ *** দেশকে সুন্দর করার সুযোগ এসেছে, কিন্তু চারদিকে অনৈক্যের সুর: মির্জা ফখরুল *** জুলাই গণ-অভ্যুত্থানে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে *** ২ বছর পর গাজার ৩ লাখ শিশুর পড়ালেখা শুরু

মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধারা আক্রান্ত হচ্ছেন: সিপিবি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৪৭ পূর্বাহ্ন, ২৯শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সরকারের পতনের পর থেকে একটি শক্তি দেশজুড়ে মব সন্ত্রাস চালাচ্ছে। মুক্তিযুদ্ধবিরোধী চিহ্নিত শক্তি একাত্তর এবং চব্বিশকে মুখোমুখি দাঁড় করাতে চাইছে। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের ওপর নানাভাবে আক্রমণ হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার (২৮শে আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এই ক্ষোভ ও উদ্বেগ জানান।

এদিন রাজধানী ঢাকায় মুক্তিযুদ্ধ নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় মব সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির পরিপ্রেক্ষিতে তারা এই উদ্বেগ প্রকাশ করেন।

নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, স্বঘোষিত ‘জুলাই যোদ্ধারা’ মুক্তিযুদ্ধ নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় যেভাবে মব সন্ত্রাস সৃষ্টি করেছেন, তা ন্যক্কারজনক। প্রকৃতপক্ষে তারা চব্বিশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষায় দেশ পরিচালনায় বাধা সৃষ্টি করছেন। তাদের প্রতিরোধ করতে হবে।

একটি শক্তি নির্বাচন বানচালের অপচেষ্টা ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে উল্লেখ করে সিপিবির বিবৃতিতে বলা হয়, পুলিশ মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আক্রান্ত মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিককে আটক করছে। এটা সরকারের নিরপেক্ষ ভূমিকাকে বিতর্কিত করেছে।

জে.এস/

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250