ফাইল ছবি (সংগৃহীত)
ভারত নিজেকে ‘বিশ্বগুরু’ হিসেবে উপস্থাপন করতে চায় বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। তিনি বলেছেন, ভারত এমন চেষ্টা করলেও বাস্তবে বিষয়টি এমন কিছু নয়। রোববার (১০ই আগস্ট) আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে টাম্পা সিটিতে পাকিস্তানি প্রবাসীদের উদ্দেশে বক্তব্যে এসব কথা বলেন আসিম মুনির। খবর ডনের।
পাকিস্তানের সেনাপ্রধান বর্তমানে আমেরিকা সফরে রয়েছেন। দেড় মাসের মধ্যে এটি তার দ্বিতীয়বারের মতো আমেরিকা সফর। প্রথম সফরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি। পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, রোববার তিনি আমেরিকার সামরিক ও রাজনৈতিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
টাম্পা সিটিতে পাকিস্তানি প্রবাসীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে আসিম মুনির বলেন, মাত্র দেড় মাসের ব্যবধানে আমেরিকায় তার এই দ্বিতীয় সফরের মধ্য দিয়ে ইসলামাবাদ–ওয়াশিংটন সম্পর্কে ‘নতুন মাত্রা’ তৈরি হয়েছে। এই সফরগুলোর লক্ষ্য দুই দেশের সম্পর্ককে একটি গঠনমূলক, টেকসই ও ইতিবাচক পথের দিকে নিয়ে যাওয়া।
আঞ্চলিক প্রসঙ্গ নিয়ে মতামত প্রকাশের সময় পাকিস্তানের সেনাপ্রধান বলেন, ‘ভারত নিজেকে “বিশ্বগুরু” হিসেবে উপস্থাপন করতে চায়। তবে বাস্তবে বিষয়টি এমন কিছু নয়।’ তিনি আরও বলেন, ‘নিজেদের সীমানার বাইরে সন্ত্রাসী কার্যকলাপে ভারতের গোয়েন্দা সংস্থা র–এর সংশ্লিষ্টতা বিশ্বব্যাপী গুরুতর উদ্বেগের একটি কারণ হয়ে দাঁড়িয়েছে।’
জে.এস/
খবরটি শেয়ার করুন