শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ ৫ই আগস্ট *** টটেনহাম ছেড়ে মেসিদের লিগে যাচ্ছেন সন *** দুশ্চিন্তা কমে ব্যবসায়ীদের মধ্যে ফিরেছে স্বস্তি *** মালিক-ডি ভিলিয়ার্সদের ফাইনাল আজ, খেলা দেখবেন কোথায় *** আমেরিকার বাজারে শুল্ক কমেছে, বাংলাদেশে স্বস্তি *** ফল দেখলেই বুঝবেন, কাজটা ঠিক হয়েছে কী না: খলিলুর রহমান *** ইনার হুইল ক্লাবের উদ্যোগে দরিদ্র ছাত্রীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে টিকা দান *** চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ! *** দ্বিজাতিতত্ত্বের কবর দিয়েই বাংলাদেশের জন্ম, এখানে সাম্প্রদায়িকতার জায়গা নেই: জেড আই খান পান্না *** বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল আমেরিকা

আমার সঙ্গে ছবি দেখিয়ে সুপারিশ করলে পাত্তা দেবেন না : সারজিস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৭ অপরাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, আমার সঙ্গে ছবি দেখিয়ে অনৈতিক কোনো সুবিধা দাবি করলে তাতে পাত্তা দেবেন না। পাশাপাশি প্রতারক, ভণ্ড ও সুবিধাবাজদের থেকে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করেছেন তিনি।

সোমবার (১৮ই নভেম্বর) দুপুর আড়াইটার দিকে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানিয়েছেন সমন্বয়ক সারজিস আলম। 

সারজিস আলম তার ভেরিফাইড ফেসবুক আইডিতে ‘আমার সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু সতর্কতা’ শিরোনামে একটি পোস্টে লিখেছেন, আমার সঙ্গে কারও ছবি আছে মানেই সে আমার পরিচিত বা কাছের কেউ এমন নয় ৷ কেউ যদি আমার সঙ্গে তার ছবি বা সংশ্লিষ্ট কিছু দেখিয়ে কোনো সুপারিশ করে, তবে সে বিষয়টিকে পাত্তা দেওয়ার প্রয়োজন নেই ৷

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নাম ভাঙিয়ে এবং ‘সমন্বয়ক’ বা ‘সহ-সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজি, অনৈতিক সুযোগ-সুবিধা নেওয়ার ঘটনা ঘটছে। তেমনি বিড়ম্বনায় পড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। 


তিনিও এ নিয়ে বিপত্তিতে পড়েছেন জানিয়ে তার নাম ভাঙিয়ে বা তার সঙ্গে ছবি দেখিয়ে অনৈতিক কোনো সুবিধা দাবি করলে তাতে পাত্তা না দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ব্যক্তিগতভাবে সুপারিশ আমি পছন্দ করি না ৷ যোগ্য মানুষগুলো তাদের যোগ্যতার ভিত্তিতে উপযুক্ত জায়গায় যাবে, এমন স্বপ্নই আমি সবসময় দেখি এবং এটাই অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে প্রাসঙ্গিক। কোথাও কোনো যৌক্তিক ও প্রয়োজনীয় বিষয়ে কথা বলার প্রয়োজন হলে আমি নিজে দায়িত্ব নিয়ে কথা বলি। অন্য কাউকে দিয়ে কথা বলানো বা সুপারিশ পাঠানো এসব কাজ আমার ব্যক্তিত্বের সঙ্গে যায় না।

তিনি লেখেন, কেউ যদি আমার নাম ভাঙিয়ে কিছু বলে বা করার চেষ্টা করে তাহলে বলবেন- সরাসরি আমার সঙ্গে কথা বলিয়ে দিতে। তখনই সত্য মিথ্যার পার্থক্য বুঝতে পারবেন। প্রতারক, ভণ্ড ও সুবিধাবাজ থেকে সাবধান।

ওআ/কেবি 

সারজিস আলম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন