বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এই সরকারের এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** জাতীয় স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে নয়াদিল্লি *** ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চান দেশটির ৩১ বিশিষ্ট নাগরিক *** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের

শীতে ইমিউনিটি বাড়াতে খান তিলের লাড্ডু

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩৭ অপরাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

আবহাওয়া বদলের কারণে কমবেশি অনেকেই অসুস্থ হয়ে পড়েন। তাই এ সময় সুস্থ থাকতে খাদ্যতলিকায় রাখতে হবে শরীর গরম রাখে এমন খাবার। এছাড়া খাদ্যতালিকায় এমন খাবার অন্তর্ভুক্ত করা উচিত, যা এ সময় শরীরে দ্রুত শক্তি বাড়াতে পারবে। এক্ষেত্রে আপনি বাড়িতেই বানাতে পারেন তিল ও গুড়ের লাড্ডু। এই লাড্ডু পুষ্টিকর আবার সুস্বাদুও বটে। সাদা বা কালো তিল, উভয়ই খুবই উপকারী বলে মনে করা হয়। ক্যালসিয়াম সমৃদ্ধ তিল এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ গুড় শরীরকে সেই ক্যালসিয়াম শোষণ এবং ব্যবহার করতে সাহায্য করে। তাহলে চলুন দেখে নেওয়া যাক তিলের লাড্ডুর রেসিপি-

উপকরণ

১. সাদা তিল ১ কাপ

২. ভাজা বাদাম আধা কাপ

৩. শুকনো নারকেল কুঁচি করা ১ কাপ

৪. এলাচ গুঁড়া ১ টেবিল চামচ

৫. গুড় ১ কাপ ও

৬. ঘি পরিমাণমতো।

আরো পড়ুন : গুড় দুধের পাটিসাপটার রেসিপি

পদ্ধতি

গ্যাসে একটি প্যান বসিয়ে তাতে সাদা তিল শুকিয়ে হালকা সোনালি না হওয়া পর্যন্ত ভাজুন। বাদাম ভেজে একপাশে রেখে দিন। এবার কুঁচি করা নারকেল ভেজে একপাশে রাখুন। তারপর সব উপকরণ একপাশে ঠান্ডা হতে দিন। অন্যদিকে আগে থেকে ভেজে রাখা তিল ও বাদাম একটি মিক্সার জারে পিষে নিন।

তারপর এতে ভাজা নারকেল ও এলাচ গুঁড়া দিয়ে ভালো করে পিষে নিন। এবার এতে গুড় দিয়ে আবারও ভালো করে মেশান। একটি বড় পাত্রে গুঁড়া করা মিশ্রণটি বের করে, তাতে পরিমাণমত ঘি দিন।

এবার হাত দিয়ে ঘষে ঘষে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন। ছোট ছোট লাড্ডু তৈরি করুন। লাড্ডু তৈরির পর সাদা তিলে গড়িয়ে নিন। ব্যাস তিল ও গুড়ের সুস্বাদু ও স্বাস্থ্যকর লাড্ডু প্রস্তুত।

সূত্র: বোল্ডস্কাই

এস/কেবি

লাড্ডু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন