বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে প্রার্থীর দেশি-বিদেশি আয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক *** সাপে কাটা রোগীদের জন্য হাসপাতালে বিশেষায়িত ওয়ার্ড চালু *** জিয়ার সরকারের মন্ত্রীর ছেলে আওয়ামী লীগে, যা বললেন বিশ্লেষক *** সোশ্যাল মিডিয়ায় ঝটিকা মিছিলের ভিডিও, বাস্তবে তেমন কিছু না: ডিএমপি কমিশনার *** সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ইসিকে ৩৬ প্রস্তাব বিএনপির *** ভারতে ধর্মের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর নতুন অস্ত্র এআই: গবেষণা *** মিরপুরেই শেষ ম্যাচ খেলতে চান সাকিব *** শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় কবে, জানা যাবে ১৩ই নভেম্বর *** হত্যা মামলায় অভিনেতা ইরেশ যাকেরসহ দুজনকে অব্যাহতির সুপারিশ *** জিয়াউর রহমান সরকারের মন্ত্রীর ছেলে যোগ দিলেন আওয়ামী লীগে

সিনেমা পরিচালকের 'ফোন ও হার্ড ডিস্ক' যখন আলোচনায়...

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৪ অপরাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

মুম্বাইয়ের আন্ধেরির অফিস থেকে ‘রাজ’, ‘১৯২০’, ‘গোলাম’, ‘হ্যাকড’ খ্যাত পরিচালক বিক্রম ভাটের ব্যবহৃত মোবাইল ফোন সেট ও হার্ড ডিস্ক চুরি হয়েছে। জানা গেছে, অফিস থেকে এগুলো চুরি করেছে পরিচালকেরই অফিসের দুই কর্মচারী জিতেন্দ্র শর্মা ও রাকেশ পানিগ্রাহী। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

পরিচালকের প্রযোজনা সংস্থার ম্যানেজার নাসির খান ভারসোভা থানায় অভিযোগ দায়ের করার পর দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। বিক্রম ও তার স্ত্রী শ্বেতাম্বরী ভাট খেয়াল করেন, চলতি বছরের মার্চ থেকে তাদের অফিস থেকে হার্ড ডিস্ক হারিয়ে যাচ্ছে।

ওই হার্ড ডিস্কগুলোতে বিক্রমের ছবির শুটিং-এর ফুটেজ রাখা ছিল। সেই ফুটেজগুলো বিকৃত করে ব্যবহার করা হয়েছে বলেও পরিচালকের অভিযোগ। অ্যাকাউন্ট ম্যানেজার রাকেশ পানিগ্রাহীর ওপর সন্দেহ হয় তার। তখন রাকেশের ওপরে নাসির খানকে নজর রাখতে বলেন।

নাসির লক্ষ করেন, পানিগ্রাহী ও জিতেন্দ্রই হার্ড ডিস্কগুলো সরিয়ে নিচ্ছেন। গত দু’মাসে এমন কিছু ঘটনা ঘটেছে, যার জেরে বিক্রম ও নাসির নিশ্চিত হন, এই কাজ করছেন জিতেন্দ্র ও রাকেশ।

গত ১৩ই সেপ্টেম্বর জিতেন্দ্রকে ওই হার্ড ডিস্ক সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তখন তিনি জানিয়েছিলেন রাকেশ পানিগ্রাহীর নির্দেশে তিনি ওই ডিস্কগুলো বিক্রি করে দিয়েছেন।

এক একটি সিডি বিক্রি করে ৫-৬ হাজার রুপি করে পেয়েছেন তারা। এমন প্রায় ১০টি হার্ড ডিস্ক বিক্রি হয়েছে। একটা সময়ের পরে দুই অভিযুক্ত নিজেদের ফোন বন্ধ করে দেন। এর পরেই পুলিশের দ্বারস্থ হন পরিচালক।

জে.এস/

বিক্রম ভাট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250