বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এই সরকারের এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** জাতীয় স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে নয়াদিল্লি *** ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চান দেশটির ৩১ বিশিষ্ট নাগরিক *** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের

হরমোনের ভারসাম্যহীনতার লক্ষণ ও প্রতিকার

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৫ অপরাহ্ন, ২১শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

হরমোন শরীরে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনিয়মিত ও ভুল জীবনধারার কারণে বর্তমানে অনেকের মধ্যেই হরমোনের ভারসাম্যহীনতা বাড়ছে।

হরমোনের ভারসাম্যহীনতার কারণে পুরো শরীরের উপর নেতিবাচক প্রভাব ফেলে যেমন- চুল পড়া, ওজন বেড়ে যাওয়া, ওজন কমা, বন্ধ্যাত্ব, বিষণ্নতা, উদ্বেগসহ আরও নানা সমস্যার কারণ হতে পারে হরমোনের ভারসাম্যহীনতা।

হরমোনের ভারসাম্যহীনতার কিছু লক্ষণের মধ্যে আছে- রাতে ঘেমে ওঠা, মাথাব্যথা, মুখে, বুকে ও পিঠে ব্রণ হওয়া ইত্যাদি। হরমোনের ভারসাম্যহীনতা রোধে জীবনযাপনে পরিবর্তন আনতে হবে একই সঙ্গে খাওয়া দাওয়া নিয়েও সতর্ক থাকতে হবে।

ডায়েটে বীজ যোগ করুন

যদি আপনি হরমোনের ভারসাম্যহীনতায় ভোগেন তাহলে খাদ্যতালিকায় বীজ যোগ করতে হবে। এগুলো খনিজ, প্রোটিন, ফাইবার, ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডসহ বিভিন্ন ধরনের যৌগ সমৃদ্ধ।

যা হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এক্ষেত্রে তিলের বীজ, কুমড়ার বীজ ও সূর্যমুখী বীজের মতো বীজ খেতে পারেন।

চা-কফি এড়িয়ে চলুন

চা-কফি পান করা বাদ দিন। এগুলো ইনসুলিন ও ক্যাফেইন সমৃদ্ধ, যা হরমোনের ভারসাম্যহীনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই সুস্থ থাকতে হলে অতিরিক্ত চা-কফি পান বাদ দিন।

লেট নাইট ডিনার এড়িয়ে চলুন

সময়মতো রাতের খাবার খাওয়া শুরু করুন, গভীর রাতে ডিনার করবেন না। রাতের বেলা শরীর ভেতরের মেরামতের জন্য হরমোন তৈরি করে।

তবে আপনি যদি রাতের খাবার দেরি করে খান, তাহলে মেরামত প্রক্রিয়া ও হরমোন উৎদন বিলম্বিত হয়। এমনকি হরমোন উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে।

আরও পড়ুন: বর্ষায় ভিটামিন ডি এর ঘাটতি মেটাবেন যেভাবে

ডায়েটে স্বাস্থ্যকর চর্বি যোগ করুন

আপনার খাদ্যতালিকায় স্বাস্থ্যকর চর্বি যোগ করুন। এগুলো স্বাস্থ্যকর হরমোনের সবচেয়ে সাধারণ উপাদান। এক্ষেত্রে নিয়মিত পাতে রাখুন ঘি, বাদাম ও বীজ।

স্বাস্থ্যকর খাবার খান

স্বাস্থ্যকর খাবার শরীরকে প্রচুর ফাইবার ও পুষ্টি পেতে সাহায্য করে, যা শরীর ও হরমোনের জন্য ভালো। এটি আপনার শরীরকে হরমোনের মাত্রা বজায় রাখতে সাহায্য করতে পারে।

সূত্র: হেলথ সাইট

এসি/ আই.কে.জে/



হরমোন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন