মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গঙ্গাচড়ায় হিন্দুদের বসতঘরে হামলার নিন্দা, জড়িতদের গ্রেপ্তার দাবি *** থাই রাজার সন্ন্যাসী পুত্রের আবেগঘন বার্তা কীসের ইঙ্গিত *** ব্রাজিলকে শিরোপা জেতানো কোচকে নিয়োগ দিল বসুন্ধরা *** বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: প্রধান উপদেষ্টা *** প্রধান উপদেষ্টাকে সৌদি আরবের আমন্ত্রণ *** বাংলাদেশসহ ৯৮ দেশে ভূমিকম্পের আগাম বার্তা অ্যান্ড্রয়েড ফোনে, সক্রিয় করবেন যেভাবে *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ৩রা আগস্ট খুলছে মাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাস *** মাঝ আকাশ থেকে ফেরত এলো বিমানের ঢাকা-দাম্মাম ফ্লাইট

শঙ্কা কাটিয়ে দুই ঘণ্টা পর ঢাকা-নারায়ণগঞ্জে ট্রেন চলাচল শুরু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৩ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঢাকায় বিএনপির মহা সমাবেশকে কেন্দ্র করে করে নাশকতার আশঙ্কায় দুই ঘণ্টা পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। 

শনিবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা ৩৫ মিনিটের ট্রেনটি দুপুর ২টা ২০ মিনিটে ছেড়ে যায়।

নারায়ণগঞ্জ স্টেশন মাস্টার কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সকাল ১০টা ২৫ মিনিটে নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্য একটি ট্রেন ছেড়ে যায়। এরপর আর ঢাকা থেকে নারায়ণগঞ্জে কোনো ট্রেন আসেনি। পরবর্তীতে বেলা সাড়ে ১১টার ট্রেনটি দুপুর ২ টায় নারায়ণগঞ্জে আসে।

তিনি আরো বলেন, এরপর ট্রেনটি দুপুর ২টা ১৭ মিনিটে নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায়। পুলিশ বলছে ফতুল্লা ও চাষাড়ার মধ্যে নাশকতার আশঙ্কা ছিল। তাই হয়তো ট্রেন চলাচল বন্ধ ছিল। 

এর আগে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল তল্লাশি কার্যক্রম পরিদর্শনের সময় বলেন, আমরা বার্তা পেয়েছি ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন লাইনে কোনো বিস্ফোরক সদৃশ বস্তু রয়েছে। বিষয়টি আমি ফতুল্লা এবং সদর থানার ওসিকে জানিয়েছি। এটার সত্যতা যাচাইয়ের জন্য।

তার এ বক্তব্যের পরপর ফতুল্লা ও সদর থানা পুলিশ ঢাকা-নারায়ণগঞ্জ রেল লাইনে তল্লাশি চালান। তবে তারা কিছু খুঁজে পাননি।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম বলেন, দুষ্কৃতিকারীরা রেল লাইনে অথবা ট্রেনে নাশকতা চালাবে এমন একটি সংবাদ ছিল। এমন সংবাদের ভিত্তিতে রেল স্টেশনগুলোতে পুলিশি তৎপরতা বাড়ানো হয়। সেই সঙ্গে চাষাঢ়া থেকে ফতুল্লার পাগলা পর্যন্ত রেল লাইন চেক করা হয়।

এসকে/

ট্রেন চলাচল শুরু ঢাক-নারায়ণগঞ্জ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন