সোমবার, ২৮শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ৩রা আগস্ট খুলছে মাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাস *** মাঝ আকাশ থেকে ফেরত এলো বিমানের ঢাকা-দাম্মাম ফ্লাইট *** শেখ হাসিনা তো বাংলাদেশের মানুষ, তাকে পুশ-ইন করা হচ্ছে না কেন: রিজভী *** দুই বছরের মধ্যে বাস্তবায়নের প্রতিশ্রুতি নেওয়া হবে দলগুলোর *** আগস্ট থেকেই শুরু পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ: স্বরাষ্ট্র উপদেষ্টা *** ২০ বছর পর নিজের নাম লিখলেন পক্ষাঘাতগ্রস্ত নারী, সম্ভব করল মাথায় বসানো চিপ *** প্রথমবারের মতো এক বছরেই ৪০৯ কোটি ডলার বিদেশি ঋণ শোধ *** স্বৈরাচার রুখতেই সংলাপে অংশ নিচ্ছি: সালাহউদ্দিন আহমদ

যেভাবে বুঝবেন শিশুরা সত্য লুকাচ্ছে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৯ পূর্বাহ্ন, ১০ই আগস্ট ২০২৩

#

ছবি: প্রতীকী ছবি

মিথ্যে বলছে আপনার সন্তান? বকাঝকায় কোনো কাজ হচ্ছে না? তা হলে সমস্যাটা অন্য জায়গায়। বিশেষজ্ঞরা বলছেন, যে সব শিশু নিজেদের অবহেলিত বলে মনে করে, তারা মিথ্যার মাধ্যমে অন্যদের মনোযোগ কেড়ে নেওয়ার চেষ্টা করে। আত্মবিশ্বাসের অভাব ও অনিশ্চয়তার কারণেও অনেক সময় শিশুরা মিথ্যে বলে।

শিশুমন অনেক সময়েই কল্পনার জগৎ থেকে নানা রকম ধারণা করে বসে। সেটা যে আসলে মিথ্যা, সেই বোধও থাকে না। সন্তানরা অনেক সময় বুঝে বা না বুঝেই মিথ্যা কথা বলে ফেলে। আবার অনেক সময় শিশুরা বাবা-মায়ের মিথ্যা বলা থেকেও এই শিক্ষা লাভ করতে পারে। অনেক বড়ো মিথ্যা অভিভাবকরা ভুল করে হেসেই উড়িয়ে দেন। তখন শিশুর কোনো সংকোচ থাকে না।

শিশুর মিথ্যা বলার প্রবণতা বাড়ার আরও একটি বড়ো কারণ অভিভাবকের অতিকথন। কিন্তু সেই মিথ্যা কথা বলা যদি অভ্যাসে পরিণত হয়ে যায় তা হলে সেটা সব মা-বাবার জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। তবে সন্তানের কয়েকটি লক্ষণ দেখেই আপনি বুঝতে পারবেন যে সন্তান মিথ্যা কথা বলছে।

কী ভাবে বুঝবেন অস্থিরতা, অস্থিরতাও অন্যতম একটি লক্ষণ মিথ্যা বলার। শিশু মিথ্যা বললে তার মধ্যে অস্থির ভাব ফুটে উঠবে।তোতলামি: আপনার বাচ্চা যখনই মিথ্যা বলবে সে স্বাভাবিকভাবে কথা বলবে না, বরং তোতলাবে। কারণ মিথ্যা বলার সময় সে আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারবে না।

চোখে চোখ রেখে কথা বলছে না, এই বিষয়টা শুধু বাচ্চার ক্ষেত্রে নয়, যে কোনো মানুষ যদি আপনার চোখের দিকে তাকিয়ে কথা না বলতে পারেন, তা হলেই বুঝতে হবে, তার কোনো সমস্যা রয়েছে। একই বিষয় আপনার সন্তানের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনার চোখের দিকে তাকিয়ে স্পষ্ট করে কথা না বলতে পারলেই বুঝবেন, কোনো কিছু আড়াল করার উদ্দেশ্যে মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে তাকে।

চিৎকার করে কথা বলা: যদি দেখেন হঠাৎই আপনার সন্তান সাধারণত যে গলায় কথা বলে, তার চেয়ে বেশি জোরে বা চিৎকার করে কথা বলছে, তখন বুঝতে হবে তার মধ্যে কোনো উদ্বেগ বা ভয় কাজ করছে। সে কারণেই বদলে যাচ্ছে আচরণ। ওই পরিস্থিতিতে নির্দিষ্ট কোনো বিষয়ে প্রশ্ন করলে মিথ্যা বলতে পারে সে। আর সেটা ঢাকা দেওয়ার জন্যই স্বরের তারতম্য হতে পারে।

আরো পড়ুন: মাত্রাতিরিক্ত রাগে মাথা ঠান্ডা রাখার ৫ টোটকা

নির্দিষ্ট বিষয় এড়িয়ে যাওয়া: আপনি হয়তো একটি নির্দিষ্ট বিষয় নিয়ে সন্তানের সঙ্গে কথা বলছেন। কিন্তু সেটা নিয়ে তার বিশেষ কোনো আগ্রহ নেই। ক্রমাগত বিষয় পরিবর্তন করতে চাইছে। অথবা এমন কোনো প্রসঙ্গে কথা বলছে, আপনার বিষয়ের সঙ্গে যার কোনো মিল নেই। বিশেষজ্ঞদের একটা অংশের মতে, তখন বুঝতে হবে, হয়তো আপনার সন্তান কিছু লুকোতে চাইছে।

আত্মরক্ষামূলক – আপনার সন্তান যদি মিথ্যা বলে তা হলে আত্মরক্ষামূলক বিভিন্ন কথা বলার চেষ্টা করবে। নিজেকে সত্য প্রমাণ করার চেষ্টা করবে।

এসি/ আইকেজে 



শিশু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন