বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেড় বছর পর ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের *** ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী *** আদালত যাদের পলাতক বলবেন তারা নির্বাচন করতে পারবেন না: আসিফ নজরুল *** নির্বাচনে প্রার্থীর দেশি-বিদেশি আয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক *** সাপে কাটা রোগীদের জন্য হাসপাতালে বিশেষায়িত ওয়ার্ড চালু *** জিয়ার সরকারের মন্ত্রীর ছেলে আওয়ামী লীগে, যা বললেন বিশ্লেষক *** সোশ্যাল মিডিয়ায় ঝটিকা মিছিলের ভিডিও, বাস্তবে তেমন কিছু না: ডিএমপি কমিশনার *** সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ইসিকে ৩৬ প্রস্তাব বিএনপির *** ভারতে ধর্মের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর নতুন অস্ত্র এআই: গবেষণা *** মিরপুরেই শেষ ম্যাচ খেলতে চান সাকিব

যে ঘটনাটি প্রিয়াঙ্কার আত্মসম্মানে লাগল!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৫ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

একজন ভারতীয় হিন্দি চলচ্চিত্রের একজন অভিনেত্রী, সাবেক মিস ওয়ার্ল্ড, মানবহিতৈষী, লেখিকা, প্রযোজক ও কণ্ঠশিল্পী। বর্তমানে তিনি হলিউডে রাজত্ব করছেন । 

এক সময়ে ফারহানের ডন করতে গিয়েই শাহরুখের সাথে প্রিয়াঙ্কা চোপড়া’র গভীর পরকীয়ার সূচনা হয়। এবং সেই জের ধরেই ডন সিরিজে আপাতত কোনো শিডিউল যেন না দেয়, নিষেধাজ্ঞা ছিল শাহরুখ স্ত্রী গৌরির। বিষয়টি আন অফিসিয়ালি হলেও এক আড্ডায় করণ জহর তেমন ইঙ্গিতই করলেন। 

এদিকে শাহরুখ ডন থ্রি না করার ব্যাপারে বলেছেন, ‘ফারহান সিক্যুয়েল ছবিটা করতে অনেক সময় নিয়েছে। ও কি সব ‘ফুকরে ঢুকরে’ টাইপের ছবি নিয়ে ব্যস্ত ছিল। একারণে আর সময় দিতে ইচ্ছে করেনি। ছবিটি ইগনোর করার এটিই যে মূল কারণ না, তা শাহরুখের কথাতেই স্পষ্ট।

এদিকে প্রিয়াঙ্কা চোপড়াও ফিরিয়ে দিলেন। প্রিয়াঙ্কার প্রথম বাহানা ছিল, হলিউডে যেহেতু ধর্মঘট চলছে, তাই এই ইস্যুর ভেতরে কোনো ছবি সাইন করতে চান না তিনি। 

তবে ধর্মঘট জটিলতা শেষ হয়ে গেলেও প্রিয়াঙ্কা এখনও চূড়ান্ত করেননি। তবে সাম্প্রতিক গুঞ্জনের আগুনে ঘি ঢাললেন প্রিয়াঙ্কা নিজেই। কারণ শাহরুখ না করার পরেই মূলত ফারহান প্রিয়াঙ্কাকে অফার করে।

ততদিনে শাহরুখ যে ডন থ্রি না করে দিয়েছেন তা মিডিয়ায় চাউর হয়ে গেছে। সেটিই প্রিয়াঙ্কার আত্মসম্মানে লাগে। অফিসিয়ালি বলেন, ডন থ্রি’র গল্প তার পছন্দ হয়নি। 

আরো পড়ুন: জঙ্গলে গিয়ে কার সাথে খেললেন কোয়েল মল্লিক!

প্রিয়াঙ্কা মজা করেই বলেন, ‘শাহরুখ না করার পরে কেন আমাকে অফার করা হলো?  গত মাসে ফারহান আখতার জানিয়েছিলেন, হলিউডের ধর্মঘট উঠলেই নাকি প্রিয়াঙ্কার শিডিউল মিলবে। তারপরই শুটিং শুরু করবেন তিনি। প্রায় দেড়শ দিনের আন্দোলন শেষে গত সপ্তাহে সচল হয়েছে হলিউড।

ধর্মঘট প্রত্যাহার করে কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন হলিউডের লেখক ও চিত্রনাট্যকারেরা। ধীরে ধীরে কাজে ফিরছেন হলিউডের অভিনয়শিল্পীরাও। অথচ এ সিনেমার ঘোষণা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রিয়াঙ্কাই দিয়েছিলেন। তাই এতসব জল ঘোলার পর এখন আলিয়া ভাট না ক্যাটরিনা থাকবেন সেটিই এখন দেখার বিষয়।

এসি/ আই.কে.জে/



প্রিয়াঙ্কা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250