শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমেরিকার বাজারে শুল্ক কমেছে, বাংলাদেশে স্বস্তি *** ফল দেখলেই বুঝবেন, কাজটা ঠিক হয়েছে কী না: খলিলুর রহমান *** ইনার হুইল ক্লাবের উদ্যোগে দরিদ্র ছাত্রীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে টিকা দান *** চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ! *** দ্বিজাতিতত্ত্বের কবর দিয়েই বাংলাদেশের জন্ম, এখানে সাম্প্রদায়িকতার জায়গা নেই: জেড আই খান পান্না *** বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল আমেরিকা *** জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ *** মেসির কারণেই সেদিন চুপ ছিলেন উরুগুয়ের ফুটবলার *** সাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভ *** গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি শুরু ৩রা আগস্ট

মুড়ালী বা গজা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ৮ই মে ২০২৩

#

ছবি- blogspot.com

আজ বহুলপ্রচলিত আরেকটি স্ন্যাকসের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এই স্ন্যাকগুলো কিন্তু যখন তখন সবসময় পাওয়া যায় না। বাসাতেই মুড়ালী বানিয়ে ফেলুন চট করে!

>> তৈরির উপকরণ-

* ময়দা- ২ কাপ,

* পানি- ৩/৪ কাপ,

* লবণ- ১/৪ চা চামচ,

* তেল- ৩ টে.চামচ।

>> সিরার জন্য-

* চিনি- ১ কাপ,

* পানি- ১/৩ কাপ।

আরো পড়ুন: পুডিংয়ের স্বাদ ও পুষ্টিগুণ বাড়াতে আর কী কী করা যায়?

>> তৈরির প্রণালী-

– একটি বোলে ময়দা, লবণ, তেল নিয়ে ভালো করে হাত দিয়ে মেশান। পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে ও মেখে ডো তৈরি করুন।

– ভেজা কাপড় দিয়ে ২০ মিঃ ঢেকে রাখুন।

– ডো থেকে ছোট ছোট বল করে বেলে রুটি তৈরি করে লম্বা করে পিস করুন।

– একটি প্যানে তেল গরম করে মাঝারি আঁচে মুড়ালীগুলো ছেড়ে সাদা করে ভাঁজুন নিচের ছবির মত। মুড়ালীগুলো উপরে ভেসে উঠলে আঁচ মৃদু করে দেবেন।

– প্যানটি নামিয়ে ফেলে মুড়ালীগুলো তেল ঝরিয়ে নামিয়ে ফেলুন। ঠাণ্ডা হতে দিন।

– আরেকটি প্যানে চিনি ও পানি গরম করে নিচের ছবির মত সিরা তৈরি করুন মাঝারি আঁচে।

– চুলা বন্ধ করে দিয়ে মুড়ালীগুলো সিরায় ঢেলে দিয়ে ভালো করে মেখে নিন। ঠাণ্ডা হতে দিন।

তৈরি হয়ে গেল মজাদার কুড়মুড়ে মুড়ালী।

এমএইচডি/

মুড়ালী গজা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন