বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এই সরকারের এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** জাতীয় স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে নয়াদিল্লি *** ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চান দেশটির ৩১ বিশিষ্ট নাগরিক *** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের

মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন চীনা রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৮ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাওয়ার প্রস্ততি নিচ্ছেন চীনা রাষ্ট্রদূত ঝাই জুন। ইসরায়েল-হামাস সংঘাত বন্ধের বিষয়ে চাপ সৃষ্টি করতে মধ্যপ্রাচ্যে যাবেন তিনি। রবিবার (১৫ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে বলা হয়েছে, দুই পক্ষের সঙ্গে যুদ্ধবিরতি, বেসামরিক নাগরিকদের সুরক্ষা, পরিস্থিতি সহজ করতে এবং শান্তি আলোচনার জন্য সমন্বয় করবেন ঝাই জুন।

গত শুক্রবার চীনে আরব লীগের প্রতিনিধিদের সঙ্গে দেখা করে রাষ্ট্রদূত সিসিটিভিকে বলেন, ইসরায়েল-ফিলিস্তিনির সংঘর্ষ ‘আরও ছড়িয়ে পড়ার’ সম্ভাবনা নিয়ে আমি গভীরভাবে চিন্তিত।

আল জাজিরা জানিয়েছে, ইসরায়েল-গাজার যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে রাশিয়া। তার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিকট এক পৃষ্ঠার খসড়া প্রস্তাব দিয়েছে দেশটি।

প্রস্তাবে বলা হয়েছে, জিম্মিদের মুক্তি দিতে হবে, মানবিক সহায়তা সরবরাহ করতে হবে এবং প্রয়োজন হলে বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে। সেই সঙ্গে খসড়া প্রস্তাবে বেসামরিক মানুষজনের ওপর সব ধরনের নৃশংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সমালোচনা করা হয়েছে।

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের আজ নয় দিন। এতে এখন পর্যন্ত এক হাজার ৩০০ ইসরায়েলি ও দুই হাজার ২১৫ ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে।

একে/

মধ্যপ্রাচ্য সফর চীনা রাষ্ট্রদূত ঝাই জুন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন