রবিবার, ৯ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১৫ জেলায় নতুন ডিসি *** জাহানারার যৌন হয়রানির অভিযোগ: তিন সদস্যের তদন্ত কমিটি গঠন *** খালেদ মুহিউদ্দীনের ইংরেজি জ্ঞান নিয়ে উদ্বেগ কেন? *** প্রধান উপদেষ্টা আহ্বান জানালে আমরা যাব, অন্য দলকে দিয়ে আহ্বান কেন: সালাহউদ্দিন *** দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে ভারতের অবস্থান কী *** কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়: তারেক রহমান *** রাজশাহীর প্রশংসা উপদেষ্টা আসিফ নজরুলের, এড়িয়ে গেলেন নির্বাচন প্রসঙ্গ *** আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে: শফিকুল আলম *** দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল: বাংলাদেশ ব্যাংক গভর্নর *** আওয়ামী লীগের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে আমেরিকা, ইউরোপ!

পাকিস্তানের জরানওয়ালায় মুসলিম-খ্রিস্টান দাঙ্গা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৮ অপরাহ্ন, ২১শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

চলতি সপ্তাহের শুরুতে, পাকিস্তানের জরানওয়ালায় কথিত ধর্ম অবমাননার দায়ে খ্রিস্টানদের উপর হামলা চালানো হয়। এ দাঙ্গায় একটি মসজিদের লাউডস্পিকারও ব্যবহৃত হয়। তাছাড়া এ ঘটনায় একজন মুসলিম ধর্মগুরুর সম্পৃক্ততাও নিশ্চিত করেছে পুলিশ।
একজন আলেম কুরআন অপবিত্র করা হয়েছে বলে মুসলিম সম্প্রদায়ের অন্যান্যদের খ্রিস্টানদের বিরুদ্ধে উসকে দেন। ফলে গত বুধবার, পাঞ্জাব প্রদেশের জরানওয়ালায় সংঘটিত দাঙ্গায় ৮০ টিরও বেশি খ্রিস্টান বাড়ি এবং ১৯ টিরও বেশি গির্জা ভাঙচুর করা হয়।
পাঞ্জাব পুলিশ প্রধান উসমান আনোয়ার বলেন, মুসলমানদের উসকে দেওয়া একদম উচিত হয় নি আলেমের। তিনি দাঙ্গার মতো ঘটনার সূত্রপাত ঘটিয়েছেন।
যদিও তিনি খ্রিস্টানদের ঘর জ্বালাতে বলেন নি, তবে মসজিদের লাউডস্পিকার ব্যবহার করতে দিয়ে এ দাঙ্গাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন। দাঙ্গার সাথে জড়িত এমন ১২৫ জনেরও বেশি লোকদের ইতিমধ্যে আটক করা হয়েছে। তবে অন্যান্য জেলা থেকেও প্রায় ৫ হাজারেরও বেশি মুসলমান এ দাঙ্গায় অংশ নেয়।
প্রাণরক্ষার্থে অনেক খ্রিস্টানই পালিয়ে গিয়েছিলেন। তারা এ ঘটনার জন্যে পুলিশেরও সমালোচনা করেন। 
ধর্মীয় নেতারা সকল মুসলিম ভাইবোনদের শান্ত থাকার পরামর্শ দিয়েছেন। এদিকে ধর্ম অবমাননার অভিযোগে দুইজন খ্রিস্টানকেও আটক করা হয়েছে। শুক্রবার, খ্রিস্টান সম্প্রদায়কে আশ্বস্ত করতে পাঞ্জাব প্রদেশের ৩২০০ টি গির্জা পাহারা দেয় পুলিশ।
এ ব্যাপারে উসমান আনোয়ার বলেন, জরানওয়ালার ঘটনা অত্যন্ত দু:খজনক। ধর্মের অপব্যবহার যেন না হয় সে ব্যাপারে আলেম এবং সরকারকে আরো সতর্ক হতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মুসলিমদের আরো সহনশীল হতে হবে।
এম.এস.এইচ/

পাকিস্তান খ্রিস্টানদের উপর হামলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250