মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রাথমিক পর্যায়ে ঐকমত্যের খসড়া আজকালের মধ্যে পাবে রাজনৈতিক দলগুলো: আলী রীয়াজ *** মাইলস্টোনে বিধ্বস্ত যুদ্ধবিমানটি নিয়ে এখনই মন্তব্য সমীচীন নয়—বললেন রাষ্ট্রদূত *** মানুষের নিরাপত্তা দিতে না পারলে সংস্কার কাজে আসবে না: ফখরুল *** রাঙামাটিতে ইউপিডিএফের আস্তানায় সেনা অভিযান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার *** আড়াই লাখ মানুষ ঘর ছাড়া হওয়ার পর যুদ্ধবিরতিতে রাজি থাইল্যান্ড-কম্বোডিয়া *** হিন্দুপল্লির ২২টির মধ্যে ১৯টি পরিবার বর্তমানে নিজেদের বাড়িতে আছে: জেলা প্রশাসক *** মস্কো-পিয়ংইয়ং সরাসরি বাণিজ্যিক ফ্লাইট চালু হলো *** ভোগে প্রচারিত বিজ্ঞাপনে স্বর্ণকেশী মডেল কেন বিতর্ক ছড়াচ্ছে *** কিডনি ভালো রাখতে যে ৩টি খাবার খাবেন *** প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তির বিজ্ঞপ্তি আজ

দিল্লীর সহযোগিতা প্রত্যাশী দক্ষিণ আফ্রিকার প্রবাসী ভারতীয়রা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৬ পূর্বাহ্ন, ২৩শে আগস্ট ২০২৩

#

প্রতীকী ছবি

১৫ তম ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের জন্য দক্ষিণ আফ্রিকা সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার এ সফর নিয়ে দেশটির ভারতীয় প্রবাসীরা শুধুমাত্র উচ্ছ্বসিতই নয় বরং তারা আশা করছেন যে ভারত দক্ষিণ আফ্রিকাকে বিভিন্ন দিক দিয়ে সাহায্য করবে। এছাড়া তারা নরেন্দ্র মোদীর সাথে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করতেও ইচ্ছুক।

আলফা মেহতা নামে এক ভারতীয় গত ২৫ বছর ধরে দক্ষিণ আফ্রিকার ভাদোদরাতে  বসবাস করছেন এবং হীরার ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, হীরাজাতীয় খনিশিল্পের ক্ষেত্রে ভারত ও দক্ষিণ আফ্রিকা বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছে এবং ভারত দক্ষিণ আফ্রিকার অনেক বড় ক্রেতা।

তিনি জানান, ভারত দক্ষিণ আফ্রিকার সাথে তার সম্পর্ককে আরো গভীর করতে দেশটিকে স্বাস্থ্য এবং সবুজ শক্তি খাতে সহযোগিতা করতে পারে।

অন্য একজন বাসিন্দা, বিভা শর্মা বিগত ২৭ বছর ধরে জোহানেসবার্গে বসবাস করছেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনে নিজের আনন্দ প্রকাশ করেন।

তিনি বলেন, ভারতের টাটা, মহেন্দ্র এবং বেদান্তের মতো কোম্পানিগুলো দক্ষিণ আফ্রিকার অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালন করছে। নরেন্দ্র মোদীর এ সফর দুই দেশের অর্থনীতিকে আরো এগিয়ে নিয়ে যাবে বলে তিনি মনে করেন।

আলফেকো গ্রুপের সিইও শচীন আহুজা বলেন, মোদীর এ সফর ভারত ও দক্ষিণ আফ্রিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ব্রিকস শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীর অংশগ্রহণ ভারতের জন্যেও অত্যন্ত গৌরবের। এ সম্মেলন ভারত-দক্ষিণ আফ্রিকা উভয় দেশের অর্থনীতিকে সমুন্নত করতে সহযোগিতা করবে।

ব্রিকস মূলত ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার একটি জোট, যা বিশ্বের অর্থনীতির এক চতুর্থাংশের প্রতিনিধিত্ব করে। ব্রিকস শীর্ষ সম্মেলন সমস্ত উন্নয়নশীল দেশকে তাদের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির একটি সুযোগ করে দেয়।

চলতি বছরে ব্রিকসের সভাপতির দায়িত্ব পালন করছে দক্ষিণ আফ্রিকা। ২০১৯ সাল থেকেই জোহানেসবার্গে এর শীর্ষ সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

ব্রিকস বৈঠক শেষ করার পর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৫ আগস্ট গ্রিসে যাবেন। এ সফরে, তিনি তার গ্রিক প্রতিপক্ষ কিরিয়াকোস মিৎসোটাকিসের সাথে বৈঠক করবেন এবং দুই দেশের মধ্যকার সম্পর্ক জোরদার করার ব্যাপারে আলোচনা করবেন। তিনি সেখানকার ভারতীয় প্রবাসী এবং বড় বড় ব্যবসায়ীদের সাথেও আলোচনায় বসবেন বলে জানা গেছে। 

এম.এস.এইচ/

নরেন্দ্র মোদি ভারত-দক্ষিণ আফ্রিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন