ছবি: সংগৃহীত
আগামী ৩০ জুলাই ইলেকট্রনিক ভোটিং মেশিনে চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের সময় সকল কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা।
বৃহস্পতিবার (৮ জুন) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সভা শেষে এ কথা জানান নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর।
তিনি আরও জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৪ জুলাই। মনোনয়নপত্র বাছাই হবে ৬ জুলাই, আপিল দায়ের করা যাবে ৭ থেকে ৯ জুলাই, আফিস নিষ্পত্তি হবে ১০ থেকে ১১ জুলাই। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ জুলাই এবং প্রতীক বরাদ্দ হবে ১৩ জুলাই।
প্রসঙ্গত, চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর-খুলশী-কাতালগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. আফছারুল আমীন গত ২ জুন মৃত্যুবরণ করেন। গত ৪ জুন আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।
আরো পড়ুন: তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
এম/