বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেড় বছর পর ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের *** ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী *** আদালত যাদের পলাতক বলবেন তারা নির্বাচন করতে পারবেন না: আসিফ নজরুল *** নির্বাচনে প্রার্থীর দেশি-বিদেশি আয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক *** সাপে কাটা রোগীদের জন্য হাসপাতালে বিশেষায়িত ওয়ার্ড চালু *** জিয়ার সরকারের মন্ত্রীর ছেলে আওয়ামী লীগে, যা বললেন বিশ্লেষক *** সোশ্যাল মিডিয়ায় ঝটিকা মিছিলের ভিডিও, বাস্তবে তেমন কিছু না: ডিএমপি কমিশনার *** সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ইসিকে ৩৬ প্রস্তাব বিএনপির *** ভারতে ধর্মের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর নতুন অস্ত্র এআই: গবেষণা *** মিরপুরেই শেষ ম্যাচ খেলতে চান সাকিব

গৌরীর সঙ্গে দাম্পত্যে আদৌ কি সুখী শাহরুখ!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৬ অপরাহ্ন, ২৯শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

বলিউডের অন্যতম চর্চিত যুগল শাহরুখ এবং গৌরী খান। দীর্ঘ দাম্পত্য জীবনে মাঝে মাঝে কিছু গুঞ্জন শোনা গেলেও তাঁদের গভীর সম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়ার কাহিনি অনুরাগীদের মুখে মুখে ফেরে। সম্প্রতি অবশ্য সমাজমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে শাহরুখকে একটু বেসুরে বাজতে শোনা গেল। অনুরাগীরাও হতবাক। শাহরুখের দাবি, গৌরী নাকি তাঁকে কখনও কোনও উপহার দেননি।

ফারহা খানের চ্যাট শো ‘তেরে মেরে বিচ মে’-তে শাহরুখ একটি পুরনো ঘটনার উল্লেখ করে বলেছিলেন, “মনে আছে, একবার মেরুদণ্ডে চোট পেয়ে লন্ডনে চিকিৎসাধীন থাকতে হয়েছিল কয়েক মাস। একটা জামাকাপড়ের দোকান থেকে টিশার্ট কিনে এনেছিলাম। সেটা বড় হয়েছিল মাপে। ভেবেছিলাম, পরতে পারব না।”

গৌরীকে বলেছিলেন শাহরুখ, ওটা ফেরত দিয়ে সুতির একটা টিশার্ট নিয়ে আসতে। গৌরী গিয়েছিলেন, কিন্তু ফিরে এসে গৌরী জানিয়েছিলেন, ওই টিশার্টের বদলে অন্য টিশার্ট দেয়নি দোকান থেকে। শাহরুখ বিশ্বাস করেন সে কথা। সত্যিটা অবশ্য চাপা থাকেনি।

আরো পড়ুন: ফেসবুকে বিশেষ বার্তা দিলেন শাকিব

শাহরুখের দুই বন্ধু পামিলা এবং কাজল তাঁর সঙ্গে দেখা করতে এসে হাটে হাঁড়ি ভাঙেন। বলেন, “গৌরী ওই টিশার্ট বদলে অন্য কিছু কিনে নিয়েছে, তোমার জন্য আনেনি কিছু।” গৌরী নাকি বলেছিলেন, “ও তো হাসপাতালে রয়েছে। নতুন জামা নিয়ে কী করবে?” বদলে নিজের জন্য একটি হাতব্যাগ কিনে নেন শাহরুখ-পত্নী। বন্ধুরাই এ কথা ফাঁস করে দেন অভিনেতার কাছে। সেই ঘটনাই রসিকতা করে বলেন ফারহার শোতে।

আপাতত ২০২৩ সালের দ্বিতীয় ছবিমুক্তির অপেক্ষায় রয়েছেন বাদশা। ‘পাঠান’-এর বিপুল সাফল্যের পর ‘জওয়ান’ নিয়ে আশাবাদী গোটা বলিউড।

এসি/আইকেজে 

গৌরী শাহরুখ!

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250