বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেড় বছর পর ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের *** ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী *** আদালত যাদের পলাতক বলবেন তারা নির্বাচন করতে পারবেন না: আসিফ নজরুল *** নির্বাচনে প্রার্থীর দেশি-বিদেশি আয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক *** সাপে কাটা রোগীদের জন্য হাসপাতালে বিশেষায়িত ওয়ার্ড চালু *** জিয়ার সরকারের মন্ত্রীর ছেলে আওয়ামী লীগে, যা বললেন বিশ্লেষক *** সোশ্যাল মিডিয়ায় ঝটিকা মিছিলের ভিডিও, বাস্তবে তেমন কিছু না: ডিএমপি কমিশনার *** সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ইসিকে ৩৬ প্রস্তাব বিএনপির *** ভারতে ধর্মের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর নতুন অস্ত্র এআই: গবেষণা *** মিরপুরেই শেষ ম্যাচ খেলতে চান সাকিব

কোরবানির পশুর ভার্চুয়াল বা ডিজিটাল হাট

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ২২শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

২০১৩-১৪ সাল নাগাদ অনলাইনে পশু বিক্রি শুরু হলেও করোনাকালে এই অনলাইন হাটগুলো জনপ্রিয় হতে শুরু করে। বিগত বছরগুলোর মতো এবারও অনলাইনে কোরবানির পশুর পসরা সাজাচ্ছে বেশ কিছু প্রতিষ্ঠান। কিছু প্রতিষ্ঠানের অনলাইন প্ল্যাটফর্মে আগে থেকে পশুর দাম নির্ধারণ করা থাকবে। কোনো কোনো প্ল্যাটফর্মে দরদামেরও সুযোগ থাকছে। প্রতিষ্ঠানগুলো অর্ডার করা পশুর হোম ডেলিভারির ব্যবস্থা করছে। বেশ কিছু প্ল্যাটফর্মে কোরবানির পশুর মাংস কেটে পরিষ্কার করে হোম ডেলিভারির ব্যবস্থাও রাখা হচ্ছে। 

পশুর ভার্চুয়াল হাট

ডিজিটাল হাট: কোরবানির পশু কেনাবেচার বড় প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত ডিজিটাল হাট। এটুআই এক শপের তত্ত্বাবধানে পরিচালিত হবে সরকারি এই প্ল্যাটফর্ম। ডিজিটালহাট ডট জিওভি ডট বিডি (digitalhut.gov.bd) এই ওয়েবসাইটে গিয়ে পশুর ছবি ও সব তথ্য দেখে যে কেউ অর্ডার করতে পারবেন। কোরবানির পশু কিনতে অথবা এ-সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য কল করা যাবে ০৯৬১৪ ১০২০৩০ এই নম্বরে। ২০ জুন এই হাটের উদ্বোধনের কথা রয়েছে। তবে গত দুই বছরের মতো এবার এই হাটে স্লটারিং সেবা পাওয়া যাবে না।


বিক্রয়ডটকম: বিগত বছরগুলোর মতো এবারও বিক্রয়ডটকম থেকে কোরবানির পশু কেনা যাবে। ইতিমধ্যেই এই সাইটে বেশ কিছু কোরবানির পশুর ছবিসহ বিশদ বিবরণ আপলোড করা হয়েছে। বিক্রয়ডটকম থেকে পশু কেনাবেচার জন্য ভিজিট করুন।

আরো পড়ুন: কোরবানির গরু ও মাংস আমদানির নির্দেশনা চেয়ে রিট

বেঙ্গল মিট: কোরবানির পশু বিক্রির ক্ষেত্রে বেঙ্গল মিট ইতিমধ্যেই আস্থার জায়গা হয়ে উঠেছে। বেঙ্গল মিটে শুধু অনলাইনে বুকিং দিয়ে অগ্রিম অর্থ পরিশোধ করলেই ক্রেতার ঠিকানায় পশু কোরবানি করে নির্দিষ্ট সময়ে মাংস পৌঁছে দেওয়া হয়।

সাদেক অ্যাগ্রো: কয়েক বছর ধরে অনলাইনে কোরবানির পশু বিক্রি করছে সাদেক অ্যাগ্রো। রাজধানীর মোহাম্মদপুরে সাদেক অ্যাগ্রোর রয়েছে নিজস্ব খামার। (sadeeq-agro.com) এই  ওয়েবসাইটে গিয়ে যে কেউ পশুর ছবি, মূল্যসহ বিস্তারিত তথ্য দেখে পশু অর্ডার করতে পারবেন।

এম এইচ ডি/

তথ্য-প্রযুক্তি অনলাইন কোরবানি ঈদুল আজহা পশুর হাট ডিজিটাল হাট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250