বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাপে কাটা রোগীদের জন্য হাসপাতালে বিশেষায়িত ওয়ার্ড চালু *** জিয়ার সরকারের মন্ত্রীর ছেলে আওয়ামী লীগে, যা বললেন বিশ্লেষক *** সোশ্যাল মিডিয়ায় ঝটিকা মিছিলের ভিডিও, বাস্তবে তেমন কিছু না: ডিএমপি কমিশনার *** সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ইসিকে ৩৬ প্রস্তাব বিএনপির *** ভারতে ধর্মের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর নতুন অস্ত্র এআই: গবেষণা *** মিরপুরেই শেষ ম্যাচ খেলতে চান সাকিব *** শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় কবে, জানা যাবে ১৩ই নভেম্বর *** হত্যা মামলায় অভিনেতা ইরেশ যাকেরসহ দুজনকে অব্যাহতির সুপারিশ *** জিয়াউর রহমান সরকারের মন্ত্রীর ছেলে যোগ দিলেন আওয়ামী লীগে *** শনিবারের ক্লাস নিয়ে বিভ্রান্তি, স্পষ্ট করলেন শিক্ষক নেতা আজিজী

কারাগারে বিয়ে সারলেন তরুণী!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৪

#

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি কারাগারের ভেতর বিয়ে করেছেন এক আরব তরুণী। তার বাবা ওই কারাগারের ভেতর বন্দি আছেন। নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে বাবাকে কাছে চেয়েছিলেন তিনি। সেই ইচ্ছা অনুযায়ী, কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেন— যেন কারাগারের ভেতর তার বিয়ের ব্যবস্থা করা হয়। ওই তরুণীকে হতাশ করেনি দুবাইয়ের কারা কর্তৃপক্ষ। তারা তার ইচ্ছা পূরণ করেছে। সঙ্গে ওই তরুণীকে বিয়ের উপহার হিসেবে ফার্নিচার দিয়েছে তারা।

রোববার (১৪ই জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস।

আরো পড়ুন : ৭ বিয়ে করেও সাধ মেটেনি, আবারো বিয়ে করতে চান ১১২ বছরের বৃদ্ধা

ওই তরুণী কারা কর্তৃপক্ষের কাছে এক চিঠিতে জানান, তার বিয়ের প্রস্তাব এসেছে এবং এই প্রস্তাবে তিনি রাজি হয়েছেন। এতে তিনি আরও জানান, এই দিনটিতে বাবা কাছে থাকাটা তার জন্য খুবই গুরত্বপূর্ণ।

দুবাইয়ের কারা কর্তৃপক্ষের প্রধান ব্রিগেডিয়ার মারওয়ান জালফার বলেছেন, ‘তারা ওই তরুণীর আবেগ ও অর্থনৈতিক বিষয়টি বিবেচনা করেছেন। কারণ তার বাবাই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।’

কারা কর্তৃপক্ষ বিয়ে সম্পন্ন করার জন্য শেখ আহমেদ আল সিহি নামের এক কাজীকে কারাগারে আমন্ত্রণ জানায়। এরপর তিনি বিয়ের প্রক্রিয়া সম্পন্ন করেন।

এর আগে গত সেপ্টেম্বরে অপর এক তরুণীকে তার জন্মদিনের দিন— কারাগারে বাবার সঙ্গে সময় কাটানোর সুযোগ দেওয়া হয়। ওই বাবা দীর্ঘ ছয় বছর ধরে কারাগারে আটক ছিলেন।

সূত্র: খালিজ টাইমস

এস/ আই. কে. জে/

কারাগারে বিয়ে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250