বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এই সরকারের এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** জাতীয় স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে নয়াদিল্লি *** ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চান দেশটির ৩১ বিশিষ্ট নাগরিক *** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের

কারাগারে বিয়ে সারলেন তরুণী!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৪

#

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি কারাগারের ভেতর বিয়ে করেছেন এক আরব তরুণী। তার বাবা ওই কারাগারের ভেতর বন্দি আছেন। নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে বাবাকে কাছে চেয়েছিলেন তিনি। সেই ইচ্ছা অনুযায়ী, কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেন— যেন কারাগারের ভেতর তার বিয়ের ব্যবস্থা করা হয়। ওই তরুণীকে হতাশ করেনি দুবাইয়ের কারা কর্তৃপক্ষ। তারা তার ইচ্ছা পূরণ করেছে। সঙ্গে ওই তরুণীকে বিয়ের উপহার হিসেবে ফার্নিচার দিয়েছে তারা।

রোববার (১৪ই জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস।

আরো পড়ুন : ৭ বিয়ে করেও সাধ মেটেনি, আবারো বিয়ে করতে চান ১১২ বছরের বৃদ্ধা

ওই তরুণী কারা কর্তৃপক্ষের কাছে এক চিঠিতে জানান, তার বিয়ের প্রস্তাব এসেছে এবং এই প্রস্তাবে তিনি রাজি হয়েছেন। এতে তিনি আরও জানান, এই দিনটিতে বাবা কাছে থাকাটা তার জন্য খুবই গুরত্বপূর্ণ।

দুবাইয়ের কারা কর্তৃপক্ষের প্রধান ব্রিগেডিয়ার মারওয়ান জালফার বলেছেন, ‘তারা ওই তরুণীর আবেগ ও অর্থনৈতিক বিষয়টি বিবেচনা করেছেন। কারণ তার বাবাই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।’

কারা কর্তৃপক্ষ বিয়ে সম্পন্ন করার জন্য শেখ আহমেদ আল সিহি নামের এক কাজীকে কারাগারে আমন্ত্রণ জানায়। এরপর তিনি বিয়ের প্রক্রিয়া সম্পন্ন করেন।

এর আগে গত সেপ্টেম্বরে অপর এক তরুণীকে তার জন্মদিনের দিন— কারাগারে বাবার সঙ্গে সময় কাটানোর সুযোগ দেওয়া হয়। ওই বাবা দীর্ঘ ছয় বছর ধরে কারাগারে আটক ছিলেন।

সূত্র: খালিজ টাইমস

এস/ আই. কে. জে/

কারাগারে বিয়ে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন