শুক্রবার, ১লা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থানা হোক ন্যায়বিচারের প্রথম ঠিকানা: আইজিপি *** জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ উদ্বোধন *** বিশ্ব রেকর্ড গড়ার পর সোনাও জিতলেন ‘ম্যাজিক’ মারশাঁ *** নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগ নেতাকর্মীদের ‘গোপন বৈঠক’ ঘিরে গ্রেপ্তার ২২, সেনা হেফাজতে এক মেজর *** জুলাই সনদ আইনের ঊর্ধ্বে: সালাহউদ্দিন আহমদ *** ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল বিএনপি-জামায়াতসহ ২৯ দল *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে সিদ্ধান্ত নেবে পর্তুগাল *** রাষ্ট্রপতি নির্বাচন হবে উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে *** ১৮৫ বছরের পুরোনো বুনো মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর *** প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত

কম ঝামেলা ও তাৎক্ষণিক পাওয়ায় জনপ্রিয় হচ্ছে ‘ডিজিটাল ক্ষুদ্রঋণ’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৫৯ অপরাহ্ন, ১৬ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

তাৎক্ষণিক ও সময়মত পাওয়া যায়। ব্যাংক থেকে ঋণ পাওয়ার মতো এত ঝামেলাও নেই। তাই ‘ডিজিটাল ক্ষুদ্রঋণ’ দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। ব্যাংকগুলোর তথ্য অনুসারে, প্রায় ১ লাখ ৬০ হাজার গ্রাহক ইতোমধ্যে এ ধরনের ঋণ নিয়েছেন। এর খেলাপির হার ১ শতাংশেরও কম। যা বাণিজ্যিক ব্যাংকগুলোর চেয়ে অনেক কম।

ব্যাংকগুলো গ্রাহকদের ৯ শতাংশ পর্যন্ত সুদে ৫০০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে। ২০২১ সালের ডিসেম্বরে সিটি ব্যাংকের সহযোগিতায় ‘বিকাশ’ ডিজিটাল ক্ষুদ্রঋণ চালুর পর থেকে আরও ৩ ব্যাংক এ ধরনের সেবা দিচ্ছে। ব্যাংকগুলো ডিজিটাল ক্ষুদ্রঋণের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বলে মত দিয়েছে।

এই ঋণ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাসহ গ্রাহকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। ঋণ গ্রহীতারা সাধারণত উচ্চ সুদে  তাৎক্ষণিক ক্ষুদ্রঋণ নেওয়ায় অভ্যস্ত। রাজধানীর ইসলামপুরে কাপড়ের দোকান মালিক হাফিজুল ইসলামের হঠাৎ ৫০ হাজার টাকা প্রয়োজন হয়। তিনি ঢাকা ব্যাংকের 'ই-রিন' অ্যাপের মাধ্যমে ডিজিটাল ক্ষুদ্রঋণের জন্য আবেদন করেন।

হাফিজুল ইসলাম বলেন, 'আমি কোনো রেফারেন্স বা জামানত দেখাইনি। তারপরও ২ ঘণ্টার মধ্যে আমার অ্যাকাউন্টে টাকা জমা হয়। আমি ব্যবসার জন্য আবারো ঋণ নেব।'

বেসরকারি চাকরিজীবী রাজীব আহমেদ ডিজিটাল ক্ষুদ্রঋণ পাওয়া প্রথম গ্রাহকদের একজন। এটি চালুর এক সপ্তাহ পর ২০২১ সালের ডিসেম্বরে তিনি বিকাশের মাধ্যমে এই ঋণ নেন। ওই সময় রাজীব আহমেদ ফেসবুক পোস্টে জানান, তিনি বিকাশ থেকে ৩ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। ১০ দিন পর মোট ৩ হাজার ৭ টাকা ৫০ পয়সা পরিশোধ করেন। সুদের হার ছিল ৯ শতাংশ। তার মতে, বিকাশ ও সিটি ব্যাংকের এই ঋণ উদ্যোগ দেশে বড় বিপ্লব আনতে যাচ্ছে।

এই ধরনের ঋণ সাধারণত ব্যাংকগুলোর ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা নীতির ওপর ভিত্তি করে বিতরণ করা হয়। বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ বলেন, গ্রাহকরা এ পর্যন্ত ৩১৪ কোটি টাকার বেশি ডিজিটাল ক্ষুদ্রঋণ নিয়েছেন। এ পর্যন্ত প্রায় দেড় লাখ বিকাশ ব্যবহারকারী ডিজিটাল ক্ষুদ্রঋণ পেয়েছেন।

পাইলট প্রজেক্ট সফল হওয়ায় প্রাইম ব্যাংক ২০২২ সালের অক্টোবরে বাণিজ্যিকভাবে ডিজিটাল ক্ষুদ্রঋণ সেবা 'প্রাইম অ্যাগ্রিম' চালু করে। এ পর্যন্ত ২ হাজার ১০০ গ্রাহক ঋণ নিয়েছেন। ঋণ পরিশোধের হার ৯৯ শতাংশের বেশি।

ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এমরানুল হক বলেন, ই-রিন সেবার আওতায় এ পর্যন্ত প্রায় ১০ কোটি টাকা বিতরণ করা হয়েছে। এ পর্যন্ত ৩ হাজারের বেশি গ্রাহক ঋণ নিয়েছেন। এই সংখ্যা প্রতিদিন বাড়ছে। খেলাপির হার প্রায় শূন্য। এটি চমৎকার বিষয়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা পে-রোল অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য সেবাটি চালু করেছি। এখন আমরা এটি সব গ্রাহকদের জন্যও চালু করেছি।

আই. কে. জে/

ডিজিটাল ক্ষুদ্রঋণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন