সোমবার, ২৮শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ৩রা আগস্ট খুলছে মাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাস *** মাঝ আকাশ থেকে ফেরত এলো বিমানের ঢাকা-দাম্মাম ফ্লাইট *** শেখ হাসিনা তো বাংলাদেশের মানুষ, তাকে পুশ-ইন করা হচ্ছে না কেন: রিজভী *** দুই বছরের মধ্যে বাস্তবায়নের প্রতিশ্রুতি নেওয়া হবে দলগুলোর *** আগস্ট থেকেই শুরু পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ: স্বরাষ্ট্র উপদেষ্টা *** ২০ বছর পর নিজের নাম লিখলেন পক্ষাঘাতগ্রস্ত নারী, সম্ভব করল মাথায় বসানো চিপ *** প্রথমবারের মতো এক বছরেই ৪০৯ কোটি ডলার বিদেশি ঋণ শোধ *** স্বৈরাচার রুখতেই সংলাপে অংশ নিচ্ছি: সালাহউদ্দিন আহমদ

এক ইলিশের দাম সাড়ে ৭ হাজার টাকা!

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৮ অপরাহ্ন, ২৫শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে মেঘনা নদী থেকে ধরা পড়া একটি ইলিশ মাছ ৭ হাজার ৪৫০ টাকায় বিক্রি হয়েছে। বুধবার (২৪ মে) সন্ধ্যায় জেলার কমলনগরের মতিরহাট মাছঘাটে ২ কেজি ৩শ গ্রাম ওজনের মাছটি নিলামে এই দামে বিক্রি হয়। আব্দুস ছাত্তার নামে এক জেলে মাছটি বিক্রির জন্য ওই ঘাটে নিয়ে আসেন।

জানা গেছে, স্থানীয় দাদনদার আবদুল মালেকের বাক্সতে মাছটির ডাক ওঠে। সর্বোচ্চ দামে এক বেপারি মাছটি কিনে নেন। তিনি ঢাকায় পাঠিয়ে মাছটি বিক্রি করবেন বলে জানান। মাছটি ঘাটে নিয়ে আসা হলে এক নজর দেখতে মৎস্য ব্যবসায়ী  এবং স্থানীয়রা ভীড় করেন।  

জেলে আব্দুস সাত্তার জানান, মাছ ধরার জন্য প্রতিদিন তিনি ট্রলার নিয়ে মেঘনা নদীতে নামেন। নদীতে আশানুরূপ ইলিশ মাছ পাওয়া না গেলেও বুধবার বিকেলের দিকে তার জালে একটি বড় ইলিশ মাছ উঠে আসে। এ সময়টাতে সাধারণত এতো বড় আকারের ইলিশ মাছ মেঘনায় পাওয়া যায় না। এছাড়া নদীতে মাছের অকাল থাকায় বেপারীদের কাছে বড় মাছের চাহিদা বেশি। তাই চড়া দামে মাছটি বিক্রি করতে পেরেছেন।

আরো পড়ুন: রাজবাড়ীতে পদ্মার ২২ কেজির পাঙ্গাস বিক্রি হলো ৩২ হাজারে

মতিরহাটের দাদনদার আব্দুল মালেক বলেন, তার দাদন দেওয়া জেলে আব্দুর সাত্তার বড় মাছটি বিক্রির জন্য ঘাটে নিয়ে আসেন। চলতি মৌসুমে এত বড় মাছ এ অঞ্চলের আর কারো জালে ধরা পড়েনি। বড় সাইজের মাছ কম থাকায় এ মাছটি বেশি দামে বিক্রি করা গেছে।

এম এইচ ডি/

ইলিশ মাছ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন