সোমবার, ২৮শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ৩রা আগস্ট খুলছে মাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাস *** মাঝ আকাশ থেকে ফেরত এলো বিমানের ঢাকা-দাম্মাম ফ্লাইট *** শেখ হাসিনা তো বাংলাদেশের মানুষ, তাকে পুশ-ইন করা হচ্ছে না কেন: রিজভী *** দুই বছরের মধ্যে বাস্তবায়নের প্রতিশ্রুতি নেওয়া হবে দলগুলোর *** আগস্ট থেকেই শুরু পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ: স্বরাষ্ট্র উপদেষ্টা *** ২০ বছর পর নিজের নাম লিখলেন পক্ষাঘাতগ্রস্ত নারী, সম্ভব করল মাথায় বসানো চিপ *** প্রথমবারের মতো এক বছরেই ৪০৯ কোটি ডলার বিদেশি ঋণ শোধ *** স্বৈরাচার রুখতেই সংলাপে অংশ নিচ্ছি: সালাহউদ্দিন আহমদ

ইলিশে সয়লাব পটুয়াখালী, একদিনে বিক্রি ৩ কোটি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:২১ পূর্বাহ্ন, ১৭ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবার ইলিশ মাছের আমদানি বেড়েছে। সমুদ্র থেকে প্রচুর পরিমাণে ইলিশ মাছ ধরছে জেলেরা। উপকূলীয় অঞ্চল পটুয়াখালীর জেলেদের একেকটি ট্রলার ২০ থেকে ১২০ মণ ইলিশ নিয়ে তীরে ফিরেছে। এতে কলাপাড়ার আলীপুর-মহিপুরে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে।

বুধবার ( ১৬ আগস্ট) সন্ধ্যার পর থেকে আলীপুর-মহিপুর মৎস্য বন্দরে আড়ৎদার, জেলে, ট্রলারের মালিক ও শ্রমজীবীদের ব্যস্ততা দেখা গেছে। অনেকে ট্রাক, পিকআপ ও গাড়িতে দেশের বিভিন্ন স্থানে মাছ প্যাকেট করে পাঠাচ্ছে।

কলাপাড়া সিনিয়র ফিসারি অফিসার অপু সাহা জানান, বুধবার এফবি জুবায়ের ও এফবি ইসলাম নামের দুটি মাছ ধরা ট্রলার ৭০ মণ  ইলিশ মাছ পেয়েছে যা ২৫ লাখ টাকায় বিক্রি করেছে। এফবি বিলকিস-১ ট্রলারের মাঝি মো. হাসেম ৬০ মণ ইলিশ পেয়েছে যা ২০ লাখ টাকায় বিক্রি করেছে। এফবি বিলকিস-২ ট্রলারের মাঝি জব্বার হোসেন ৭০ মণ ইলিশ ২২ লাখ টাকায়, এফবি রাকিবুল হাসান ট্রলারের মাঝি আ. সত্তার ২০ মণ ইলিশ ১৭ লাখ টাকায়, এফবি মদিনা-১ ট্রলারের মাঝি কামাল হোসেন ৪০ মণ ইলিশ ১৫ লাখ টাকায়,  এফবি মরিয়ম ট্রলারের খালেক খান ৬০ মণ ইলিশ ২০ লাখ  টাকায়, এফবি রিফাত ট্রলারের মাঝি শাহাবুদ্দিন ১২০ মণ ইলিশ ৪০ লাখ টাকায়, এফবি আল্লাহর দান ট্রলারের মাঝি মুহম্মদ কবীর ১১০ মণ ইলিশ ৩৫ লাখ টাকায়, এফবি হোসেন-২ ট্রলারের মাঝি দুলাল ৫০ মণ ইলিশ ১৫ লাখ টাকায়, এফবি এলমা আক্তার-৪  ট্রলারের মাঝি আলমগীর ৩০ মণ ইলিশ ৯ লাখ টাকায়, এফবি মা আমেনা ট্রলারের মাঝি সাদ্দাম ৪০ মণ ইলিশ ১২ লাখ টাকায় বিক্রি করেছেন।

তিনি জানান, বুধবার ১১ ট্রলারের জেলেরা উল্লেখযোগ্য ৭০০ মণ ইলিশ পেয়েছেন। যার মূল্য দুই কোটি ৩০ লাখ টাকা।

কলাপাড়া মৎস্য অফিস জানায়, এফবি মা-বাবার দোয়া, এফবি আল্লাহর দান, এফবি নিপা-৬,  এফবি কাজল নামক ট্রলারে ১১০ মণ ইলিশ ৫০ লাখ টাকায় বিক্রি করেছেন।

মহিপুর মৎস্য আড়ৎ সমিতির নেতা ও ইউপি চেয়ারম্যান ফজলু গাজী জানান, সাগরের অনেক গভীরে যাওয়া লাল জাল নিয়ে মাছ ধরার ট্রলারগুলো বেশি ইলিশ পাচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে পেছনের লোকসান কাটিয়ে ভালো ব্যবসা করা যাবে।

এদিকে দীর্ঘদিন পরে জেলেদের জালে মাছ ধরা পড়ার আড়ৎদার, মহাজন থেকে সকল পেশার মানুষের মাঝে আনন্দ বিরাজ করছে।

ইলিশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন