রবিবার, ২৭শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১২ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রথম শতভাগ কার্যকর এইচআইভির ওষুধ, অনুমোদন দিল আমেরিকা *** সিনেমা হল নোংরা করার অভিযোগ, ব্রিটেনে মাঝপথে বন্ধ হল তেলুগু সিনেমা *** গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি ইসরায়েলের *** এশিয়া কাপে আছেন সাকিবও! *** ‘সমন্বয়ক’ পরিচয়ে সাবেক এমপির বাসায় চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা *** ১০টি বিষয়ে ঐকমত্য এসেছে, তৈরি হয়েছে সনদের প্রাথমিক খসড়া: আলী রীয়াজ *** ৪১ বছর পর কারামুক্ত কে এই ফিলিস্তিন সমর্থক জর্জেস আবদাল্লাহ *** আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না *** ভারতে এক বছরের শিশুর কামড়ে প্রাণ গেল বিষধর গোখরার *** নিবন্ধন প্রত্যাশী পর্যবেক্ষক সংস্থার আবেদন চেয়ে ইসির বিজ্ঞপ্তি জারি

আইফোন কিনে না দেওয়ায় বন্ধুকে সঙ্গে নিয়ে চুরি, অবশেষে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৪১ অপরাহ্ন, ২রা অক্টোবর ২০২৩

#

চুরি হয়ে যাওয়া টাকা উদ্ধার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

রাজধানীর একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ ইমন (১৭)। বাসায় আইফোন কিনে দেওয়ার দাবি করেন। কিন্তু পরিবার নাকচ করে দেওয়ায় আইফোনের টাকা জোগাতে শুরু করেন চুরি। আর এতে সফলও হন। তবে কেনা হলো না আইফোন। তার আগেই গ্রেফতার পুলিশের হাতে।

সোমবার (২ অক্টোবর) দুপুরে ইমনকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

পুলিশ বলছে, আইফোনের টাকা জোগাতে এক বন্ধুকে নিয়ে গত ২৮ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর মণিপুরের একটি বাসার ২য় তলায় চুরি করেন ইমন।

তারা ঘরের তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মোট চার লাখ টাকার বেশি মালামাল নিয়ে যায়। তাদের গতিবিধির দৃশ্য ধরা পড়ে একটি দোকানের সিসিটিভি ফুটেজে।

ওসি মোহাম্মদ মহসীন বলেন, চুরির অভিযোগে মোহাম্মদ ইমন নামে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। রোববার মিরপুর মডেল থানার মিরপুর শপিং কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি করা স্বর্ণ ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

আইফোন কেনার জন্য বাসা থেকে চুরি করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন ইমন। তার দেওয়া তথ্য অনুযায়ী একটি স্বর্ণের ও একটি ডায়মন্ডের নাকফুল এবং চুরি করা স্বর্ণ বিক্রির ৯৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

ইমন জানান, তিনি পরিবারের কাছে আইফোন কেনার টাকা দাবি করেন। কিন্তু পরিবার তাকে টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এতে তিনি ক্ষিপ্ত হন এবং চুরির পরিকল্পনা করেন। পরে আরেক বন্ধুকে নিয়ে ওই বাসায় চুরি করেন।

ওআ/

আইফোন চুরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন