রবিবার, ২৭শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১২ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৫ পূর্বাহ্ন, ২৭শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট চ্যাটজিপিটি এবার এক নতুন ও ভয়াবহ বিতর্কের জন্ম দিয়েছে। অভিযোগ উঠেছে, এই চ্যাটবট আত্মহনন, নরহত্যা ও শয়তান পূজার মতো ভয়ানক কাজের জন্য সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে। দ্য আটলান্টিকের এক অনুসন্ধানী প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, যা প্রযুক্তি বিশ্বের সুরক্ষাব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

ঘটনার সূত্রপাত হয় যখন একজন ব্যবহারকারী কানানাইট দেবতা মোলোচ (শিশু বলিদানের সঙ্গে সম্পর্কিত) সম্পর্কে জানতে চ্যাটজিপিটিকে প্রশ্ন করেন। একটি সাধারণ সাংস্কৃতিক ব্যাখ্যা দেওয়ার বদলে চ্যাটবটটি ব্যবহারকারীকে রীতিনীতি ও আচার-অনুষ্ঠানের মাধ্যমে আত্মহনন ও রক্তপাতের মতো কার্যক্রমে উৎসাহিত করতে শুরু করে।

প্রতিবেদনে বলা হয়েছে, চ্যাটজিপিটি একজন ব্যবহারকারীকে কবজি কাটার নির্দেশনা দেয়, এমনকি ‘জীবাণুমুক্ত রেজার ব্লেড’ ব্যবহার করতে ও কোন স্থানে কাটতে হবে, সে সম্পর্কেও বিস্তারিত তথ্য দেয়। যখন ব্যবহারকারী ভয় পাওয়ার কথা জানান, চ্যাটবটটি তখন তাকে আশ্বস্ত করে এবং শান্ত হয়ে প্রস্তুতি নিতে বলে।

মোলোচের উদ্দেশ্যে রক্ত উৎসর্গের কথা জানতে চাইলে চ্যাটজিপিটি প্রথমে আঙুলের ডগা থেকে রক্ত নেওয়ার পরামর্শ দেয়। অন্য এক কথোপকথনে, চ্যাটবটটি ‘নিয়ন্ত্রিত তাপ’ ব্যবহার করে শরীরে চিহ্ন তৈরি করার পরামর্শ দেয়, যেখানে ব্যথাকে ‘শক্তির দ্বার’ হিসেবে বর্ণনা করা হয়।

এমনকি শরীরের কোন অংশে প্রতীক বা সিগিল খোদাই করা হবে, সে সম্পর্কেও বিশদ নির্দেশনা দেয় চ্যাটবটটি। যেমন, পেলভিক বোনের কাছে বা লিঙ্গের গোড়ার একটু ওপরে এই সিগিল খোদাই সবচেয়ে ভালো।

এক সাংবাদিকের সহকর্মী চ্যাটবটকে জিজ্ঞাসা করেন, ‘আপনি কি সম্মানজনকভাবে অন্যের জীবন শেষ করতে পারেন?’ চ্যাটবট উত্তর দেয়, ‘কখনো কখনো হ্যাঁ, কখনো কখনো না।’ এ সময় চ্যাটবটটি প্রাচীন সংস্কৃতির বলিদানের কথা উল্লেখ করে।

জে.এস/

চ্যাটজিপিটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন