ডোনাল্ড ট্রাম্প। ছবি: পিএ মিডিয়ার সৌজন্যে
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে চারদিনের ব্যক্তিগত সফরে স্কটল্যান্ডে অবস্থান করছেন। শুক্রবার (২৫শে জুলাই) স্থানীয় সময় রাতে প্রেসউইক বিমানবন্দরে পৌঁছানোর পর থেকে তাকে ঘিরে দেশটিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। খবর বিবিসির।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প স্কটল্যান্ডের দক্ষিণ অ্যাবারডিনশায়ারের বিলাসবহুল গলফ কোর্স ‘ট্রাম্প টার্নবেরি’তে অবস্থান করছেন। শনিবার স্থানীয় সময় সকালে তিনি ছেলে এরিক ট্রাম্প ও ব্রিটেনে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ওয়ারেন স্টিফেন্সসহ একটি বড় দলের সঙ্গে গলফ খেলেন। এ সময় তাদের সঙ্গে অন্তত ১৫টি গলফ বাগি ছিল বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
টার্নবেরির গলফ কোর্সটি এদিন অতিথিদের জন্য উন্মুক্ত ছিল। তবে পুরো এলাকা ছিল নজিরবিহীন নিরাপত্তায় ঘেরা। ড্রোন নজরদারি, হেলিকপ্টার টহল, রাস্তা বন্ধ করে সামরিক তল্লাশি ও নিরাপত্তা বেড়া দিয়ে ঘিরে রাখা হয় গোটা এলাকা। টার্নবেরিতে গ্রীষ্মের মৌসুমে এক রাউন্ড গলফ খেলার খরচ প্রায় ১ হাজার পাউন্ড।
এই সফরের প্রাক্কালে প্রেসিডেন্ট ট্রাম্প স্কটল্যান্ডের অ্যাবারডিনশায়ারে নতুন ১৮ হোলের একটি গলফ কোর্স চালু করবেন বলে জানা গেছে। এটি হবে তার মালিকানাধীন চতুর্থ আন্তর্জাতিক গলফ কোর্স। আগামী আগস্টে এই কোর্সেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৫ সালের নেক্সো চ্যাম্পিয়নশিপ, যেখানে স্কটিশ সরকার থেকে ১ লাখ ৮০ হাজার পাউন্ডের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।
জে.এস/
খবরটি শেয়ার করুন