শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** টটেনহাম ছেড়ে মেসিদের লিগে যাচ্ছেন সন *** দুশ্চিন্তা কমে ব্যবসায়ীদের মধ্যে ফিরেছে স্বস্তি *** মালিক-ডি ভিলিয়ার্সদের ফাইনাল আজ, খেলা দেখবেন কোথায় *** আমেরিকার বাজারে শুল্ক কমেছে, বাংলাদেশে স্বস্তি *** ফল দেখলেই বুঝবেন, কাজটা ঠিক হয়েছে কী না: খলিলুর রহমান *** ইনার হুইল ক্লাবের উদ্যোগে দরিদ্র ছাত্রীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে টিকা দান *** চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ! *** দ্বিজাতিতত্ত্বের কবর দিয়েই বাংলাদেশের জন্ম, এখানে সাম্প্রদায়িকতার জায়গা নেই: জেড আই খান পান্না *** বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল আমেরিকা *** জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ

‘ভ্যাকসিন ওয়ার’-এ যোগ দিলেন অভিনেত্রী রাইমা সেন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৩ অপরাহ্ন, ১৫ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

গত বছর ‘দ্য কাশ্মীর ফাইলস’ বানিয়ে চারদিকে হইচই ফেলে দেন বলিউড নির্মাতা বিবেক অগ্নিহোত্রী। ছবিটি বক্স অফিসে ফাটিয়ে ব্যবসা করে। অবশ্য কারো কারো মতে, এটি একটি প্রোপাগান্ডা সিনেমা। এই ছবির পর পরিচালক তার পরবর্তী সিনেমা ‘দ্য ভ্যাকসিন ওয়ার’-এর নাম ঘোষণা করেন।

এবার এই সিনেমাতে যুক্ত হলেন বাঙালি অভিনেত্রী রাইমা সেন। বুধবার (১৪ জুন) অভিনেত্রীকে পাশে নিয়ে এই ঘোষণা করেন পরিচালক নিজেই।


কীভাবে এই ভ্যাকসিন যুদ্ধে শামিল হলেন অভিনেত্রী জানালেন বিবেক। এক ভিডিওতেই তার কারণ ফাঁস করেন পরিচালক। তার কথায়, ‘দিন কয়েক আগেই আমি কলকাতায় গিয়েছিলাম। সেখানে এই বঙ্গসুন্দরীর সঙ্গে আলাপ হয়। আমি ওকে জিজ্ঞেস করি, এত ভালো অভিনয় করো তুমি, প্রত্যেকটা চরিত্রকে জীবন্ত করে তোলো, কিন্তু হিন্দি ছবিতে কাজ করো না কেন?’


আরো পড়ুন: পিৎজা পোশাকে চমকে দিলেন উরফি

পরিচালকের এমন প্রশ্নের উত্তরেই রাইমা বলেন, ‘আমাকে হিন্দিতে কেউ কাজ দেয় না। তাই..।’ অভিনেত্রীর মুখে এমন আক্ষেপ শুনেই তাকে ‘দ্য ভ্যাকসিন ওয়ার’-এ অভিনয় করার প্রস্তাব দেন বিবেক। পাশাপাশি মুনমুনকন্যাকে বাংলার অন্যতম প্রতিভাবান অভিনেত্রী বলেও প্রশংসা করেন।


প্রসঙ্গত, করোনা মহামারির সময় ভারতের বিজ্ঞানী ও চিকিৎসকদের আত্মত্যাগ ও প্রচেষ্টাকে এই ছবির মাধ্যমে সম্মান জানানো হবে। তুলে আনা হবে সেসময়কার সংগ্রামের চিত্র ও বিরোধীদের সকল ষড়যন্ত্র। গত বছরের ডিসেম্বরে ছবিটির ঘোষণা দেন বিবেক অগ্নিহোত্রী।


এসি/আইকেজে 



‘ভ্যাকসিন ওয়ার’ অভিনেত্রী রাইমা সেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন