রবিবার, ২৭শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১২ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

‘আই হ্যাভ আ ড্রিম’ ভাষণের হীরক জয়ন্তী আজ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৯ পূর্বাহ্ন, ২৮শে আগস্ট ২০২৩

#

ওয়াশিংটনের লিংকন মেমোরিয়ালে প্রায় আড়াই লাখের বেশি মানুষের সামনে ভাষণ দিচ্ছেন দেশটির কিংবদন্তী নেতা মার্টিন লুথার কিং। ফাইল ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি নেতা মার্টিন লুথার কিংয়ের ঐতিহাসিক ভাষণ ‘আই হ্যাভ আ ড্রিম’-এর হীরক জয়ন্তী আজ। 

আজ থেকে ৬০ বছর পূর্বে ১৯৬৩ সালের ২৮ আগস্ট ওয়াশিংটনের লিংকন মেমোরিয়ালে প্রায় আড়াই লাখের বেশি মানুষের সামনে মার্টিন লুথার কিং তার সেই কালজয়ী ভাষণ দেন। 

তবে সম্প্রতি ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানা যায়, মার্টিন লুথার কিংয়ের ভাষণ ও সমাবেশের ৬০ বছর পূর্তি উপলক্ষে গত শনিবার (২৬ আগস্ট) ওয়াশিংটনের লিংকন মেমোরিয়ালের সামনে এক সমাবেশে হাজির হন হাজার হাজার মানুষ। সেখানে তারা জানান, “কিংয়ের স্বপ্ন এবং কর্মের ফল এখন নতুন করে ঝুঁকিতে রয়েছে।” 

সেই সমাবেশে কিংয়ের নাতনি ইয়োলান্ডা রিনি বলেন, “আজ যদি আমার দাদার সঙ্গে কথা বলতে পারতাম, তাহলে বলতাম, আমি দুঃখিত যে আপনার কাজ শেষ করার জন্য এবং আপনার লুকানো স্বপ্নকে উপলব্ধি করার জন্য আমাদেরকে পুনরায় উৎসর্গ করতে এখানে থাকতে হবে।”

সমাবেশে কিংয়ের বড় ছেলে তৃতীয় মার্টিন লুথার কিং বলেন, “আমাদের দেশ যেদিকে যাচ্ছে তা নিয়ে আমি খুবই উদ্বিগ্ন। সামনের দিকে এগিয়ে যাওয়ার পরিবর্তে, মনে হচ্ছে আমরা পিছিয়ে যাচ্ছি। তিনি বলেন, গণতন্ত্র, ভোটাধিকার এবং নারী ও শিশুদের অধিকার অবশ্যই রক্ষা করতে হবে এবং বন্দুক সহিংসতার অবসান ঘটাতে হবে। তাহলে হয়তো একদিন আমরা একটি মহান জাতি হব।”

দিনব্যাপী সমাবেশে নাগরিক ও মানবাধিকার গ্রপের নেতৃবৃন্দ এবং অন্যান্য সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। এর সংগঠকরা স্পষ্ট করেন যে, এই সমাবেশ কোনো স্মরণ অনুষ্ঠান নয় বরং ১৯৬৩ সালের দাবিগুলোর পুনরুক্তি।

এদিকে আজ সোমবার (২৮ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস হোয়াইট হাউসে সেদিনের সমাবেশের আয়োজকদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। 

১৯৬৩ সালে মার্টিন লুথার কিংয়ের ওই ভাষণের পর তাকেসহ সমাবেশের আয়োজকদের সঙ্গে বৈঠক করেছিল তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির প্রশাসন। সেই বৈঠককে স্মরণ করতেই বাইডেন প্রশাসন আজ আয়োজকদের সঙ্গে বসবে বলে জানা গেছে।

এম.এস.এইচ/ 

বাইডেন ওয়াশিংটন মার্টিন লুথার কিং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন