মঙ্গলবার, ২১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘দলীয়’ উপদেষ্টাদের বিষয়ে ড. ইউনূসের কাছে যে দাবি জানিয়েছে বিএনপি *** ‘জনতার জন্য হিজাব আইন, খামেনির উপদেষ্টার মেয়ের জন্য ডানাকাটা জামা’ *** নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন করব: প্রধান উপদেষ্টা *** ভারতীয় ঋণচুক্তির ১০ প্রকল্প বাতিলের তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা *** সালমান শাহ, সোহেল চৌধুরী হত্যা: কে এই আজিজ মোহাম্মদ ভাই *** সোনারগাঁও হোটেলে আজিজ মোহাম্মদ ভাইকে কেন চড় মেরেছিলেন সালমান *** যে প্রার্থীদের ভোট দিতে বললেন উপদেষ্টা ফরিদা আখতার *** ক্ষতি পোষাতে শনিবারও ক্লাস নেবেন শিক্ষকরা *** আন্দোলনরত শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন, আশা প্রধান উপদেষ্টার *** ২৯ বছর পর সালমান শাহের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের

‘অবাধ্য’এমবাপ্পেকে অতিরিক্তদের সঙ্গে অনুশীলন করতে বাধ্য করল পিএসজি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০২ অপরাহ্ন, ৮ই আগস্ট ২০২৩

#

ছবিঃ সংগৃহীত

এমবাপ্পেকে মূল দলের সঙ্গে অনুশীলন করতে দিচ্ছেন না পিএসজি কর্তৃপক্ষ। অতিরিক্ত ফুটবলারদের সঙ্গে সকালে অনুশীলন করতে হচ্ছে তাকে। অথচ আগামী ১২ অগস্ট লিগ ওয়ান অভিযান শুরু করবে পিএসজি।

নতুন চুক্তি নিয়ে মতবিরোধের মাসুল দিতে হচ্ছে ফরাসি তারকা স্ট্রাইকারকে। তাকে প্রথম দলের সঙ্গে অনুশীলন করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্যারিস সঁ জরমঁ কর্তৃপক্ষ। এমবাপে এখন অনুশীলন করছেন ক্লাবের অতিরিক্ত ফুটবলারদের সঙ্গে। সতীর্থদের ক্ষুব্ধ এমবাপ্পে বলেছেন, "যে কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে ক্লাবের প্রথম দলকে হারানোর ক্ষমতা রয়েছে তাদের।"

এমবাপ্পের সঙ্গে ২০২৪ সালের অগস্ট মাস পর্যন্ত চুক্তি রয়েছে পিএসজির। ফ্রান্সের ক্লাবটি চাইছে তার সঙ্গে আরও ১২ মাসের চুক্তি সেরে ফেলতে। ক্লাবের এই প্রস্তাবে রাজি নন এমবাপ্পে। তিনি চান চুক্তি শেষ হওয়ার পর ফ্রি ফুটবলার হিসাবে নতুন চুক্তি করতে। একাধিক বার আলোচনার পরেও সহমত হতে পারেননি দু’পক্ষ। এমবাপ্পের এই মনোভাবে অসন্তুষ্ট পিএসজি কর্তৃপক্ষ। জাপান এবং দক্ষিণ কোরিয়ায় সফরের পর সোমবার থেকে অনুশীলন শুরু হয় পিএসজির। কোচ লুই এনরিকে মূল দলের ফুটবলারদের অনুশীলন করাবেন। কিন্তু ২৪ বছরের স্ট্রাইকারের জন্য বন্ধ থাকবে দুপুরের সেই অনুশীলনের দরজা। তাকে অতিরিক্ত ফুটবলারদের সঙ্গেই সকালে অনুশীলন করতে হবে। এমবাপ্পেকে মূল দলের সঙ্গে প্রাক-মৌসুম সফরেও নিয়ে যাননি পিএসজি কর্তৃপক্ষ।

তবে দমে যাওয়ার পাত্র নন এমবাপ্পেও। দরকারে তিনি অতিরিক্ত ফুটবলার হিসাবেই অনুশীলন চালিয়ে যাওয়ার কথা হুঙ্কার দিয়ে জানিয়েছেন সতীর্থদের। গোটা মৌসুম বেঞ্চে বসে কাটিয়ে দিতেও রাজি তিনি। কিন্তু ক্লাব কর্তৃপক্ষের চাপের কাছে নত স্বীকার করবেন না। কিছুটা চ্যালেঞ্জের সুরে সতীর্থদের এমবাপ্পে বলেছেন, "প্রতিযোগিতামূলক ম্যাচ হলে এনরিকের মূল দলকে তারা হারিয়ে দেবেন। পরিস্থিতি দেখে অনেকে মনে করছেন ক্লাবের সঙ্গে এবার চরম সংঘাতের পথে যেতে পারেন এমবাপ্পে।" 

পিএসজির পর এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন বলেও জল্পনা চলছে। পিএসজির স‌ঙ্গে চুক্তি শেষ হওয়ার পর এমবাপ্পেকে নিতে চায় স্পেনের শক্তিশালী ক্লাবটি। তাকে ছাড়তে আপত্তি নেই পিএসজি কর্তৃপক্ষেরও। তবে এমবাপ্পেকে খালি হাতে ছাড়তে নারাজ তারা। পিএসজি কর্তৃপক্ষ চান, এমবাপ্পেকে যে কোনও ক্লাবে মোটা টাকায় বিক্রি করতে। সে জন্য আগামী ৩১ অগস্টের মধ্যে নতুন চুক্তিতেএমবাপ্পেকে সই করতে অনুরোধ করা হয়েছে। যদিও তিনি এই প্রস্তাব মেনে নেননি। ২৪ বছরের ফুটবলার ফ্রি ফুটবলার হিসাবে নতুন ক্লাবে যোগ দিতে ইচ্ছুক দুর্দান্ত এই স্ট্রাইকার। তাই অনুশীলনে যোগ দিতে না দিয়ে এমবাপের উপর চাপ তৈরি করতে চান পিএসজি কর্তৃপক্ষ।

এসকে/   





পিএসজি এমবাপ্পে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250