রবিবার, ২৭শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১২ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

হোয়াটসঅ্যাপের নতুন সুবিধা আসছে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৩ অপরাহ্ন, ১৫ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপ মেসেজিংয়ের অভিজ্ঞতা উন্নয়নে প্রতিনিয়ত কাজ করছে। এর মধ্যে এসব তথ্য বা ছবি অন্য কেউ দেখলে বিব্রতকর পরিস্থিতি তৈরি হতে পারে। কিন্তু কম্পিউটার চালু করলেই পাসওয়ার্ড ছাড়া হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায় এ সমস্যা সমাধানে কম্পিউটার ব্যবহারকারীদের জন্য স্ক্রিন লক সুবিধা চালু করছে হোয়াটসঅ্যাপ।

নতুন এ সুবিধা চালুর বিষয়ে হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, দীর্ঘদিন পরীক্ষার পর স্ক্রিন লক সুবিধা বেটা সংস্করণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। বেটা প্রোগ্রামের সঙ্গে যুক্ত হোয়াটসঅ্যাপ ওয়েবের হালনাগাদ সংস্করণ ব্যবহারকারীরা এ সুবিধা পরখ করতে পারবেন।

হোয়াটসঅ্যাপের স্ক্রিন লক সুবিধা এরই মধ্যে বেটা সংস্করণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। নতুন এই সুবিধা ব্যবহার করে হোয়াটসঅ্যাপের ডেস্কটপ সংস্করণে পাসওয়ার্ড দেওয়া যাবে। অর্থাৎ পাসওয়ার্ড ছাড়া কম্পিউটারে হোয়াটসঅ্যাপ চালু করা যাবে না। এর ফলে একাধিক ব্যক্তি কম্পিউটার ব্যবহার করলেও অন্যের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে থাকা তথ্য দেখতে বা ব্যবহার করতে পারবেন না।

আর.এইচ 

হোয়াটসঅ্যাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন