সোমবার, ২৮শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশসহ ৯৮ দেশে ভূমিকম্পের আগাম বার্তা অ্যান্ড্রয়েড ফোনে, সক্রিয় করবেন যেভাবে *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ৩রা আগস্ট খুলছে মাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাস *** মাঝ আকাশ থেকে ফেরত এলো বিমানের ঢাকা-দাম্মাম ফ্লাইট *** শেখ হাসিনা তো বাংলাদেশের মানুষ, তাকে পুশ-ইন করা হচ্ছে না কেন: রিজভী *** দুই বছরের মধ্যে বাস্তবায়নের প্রতিশ্রুতি নেওয়া হবে দলগুলোর *** আগস্ট থেকেই শুরু পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ: স্বরাষ্ট্র উপদেষ্টা *** ২০ বছর পর নিজের নাম লিখলেন পক্ষাঘাতগ্রস্ত নারী, সম্ভব করল মাথায় বসানো চিপ *** প্রথমবারের মতো এক বছরেই ৪০৯ কোটি ডলার বিদেশি ঋণ শোধ

হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেন আরো ১৪ জন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৩৯ পূর্বাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

সংসদ নির্বাচনে অংশ নিতে হাইকোর্টে নির্বাচন কমিশনের (ইসি) আদেশ চ্যালেঞ্জ করে দলীয় প্রার্থিতা ফিরে পেয়েছেন আওয়ামী লীগ ও স্বতন্ত্র ১৪ প্রার্থী। একই সঙ্গে এই সবাইকে প্রতীক বরাদ্দের নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের দেওয়া আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের শুনানি নিয়ে সোমবার (১৮ই ডিসেম্বর) বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান এবং মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট রুলসহ এই আদেশ দেন।

যারা প্রার্থিতা ফিরে পেয়েছেন তারা হলেন কুমিল্লা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ টুটুল। আদালতে মুনতাকিমের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মুনজুরুল হক। মুনতাকিমের আপিল আবেদন গত ১৩ই ডিসেম্বর নামঞ্জুর করেছিল নির্বাচন কমিশন।

ফেনী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল কাশেম আজাদের আপিল আবেদন গত ১৪ই ডিসেম্বর নামঞ্জুরর করেছিল ইসি। পরে ইসির আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আবদুল কাশেম আজাদ। চট্টগ্রাম-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নাছির হায়দার করিমের আপিল আবেদন গত ১১ই ডিসেম্বর নামঞ্জুর করে ইসি। পরে প্রার্থিতা ফিরে পেতে তিনি হাইকোর্টে রিট করেন।

আরো পড়ুন: ভোটের দিন সকালে কেন্দ্রে যাবে ব্যালট পেপার: ইসি 

রাজবাড়ী-১ ও ২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আ. মান্নান মুসল্লীর আপিল আবেদন গত ১০ই ডিসেম্বর নামঞ্জুর করে নির্বাচন কমিশনের আপিল ট্রাইব্যুনাল। পরে ইসির আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আ. মান্নান মুসল্লী।

ময়মনসিংহ-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. নজরুল ইসলামের প্রার্থিতা ফিরে পেতে ইসিতে করা আপিল আবেদন গত ১৫ই ডিসেম্বর নামঞ্জুর হয়। পরে ইসির আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন তিনি।

কুমিল্লা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী নাঈম হাসানের আপিল আবেদন গত ১৪ই ডিসেম্বর নামঞ্জুর করেছিল নির্বাচন কমিশন। পরে ওই আদেশ চ্যালেঞ্জ করেন তিনি।

কুমিল্লা-৯ আসনের বিএনএমের প্রার্থী মো. হাছান মিয়ার প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে করা আবেদন গত ১১ই ডিসেম্বর নামঞ্জুর করেছিল ইসির আপিল ট্রাইব্যুনাল। পরে ইসির আদেশ চ্যালেঞ্জ করে তিনি রিট করেন।

কুড়িগ্রাম-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. ফারুকুল ইসলামের প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে করা আবেদন গত ১৪ই ডিসেম্বর নামঞ্জুর হয়। এরপর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে আসেন তিনি।

টাঙ্গাইল-৪ আসনের জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রার্থী এস এম আবু মোস্তফার আপিল আবেদন গত ১২ই ডিসেম্বর নামঞ্জুর করে নির্বাচন কমিশন। পরে সেই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হয়।

একইভাবে হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চের আদেশে যারা প্রার্থিতা ফিরে পেয়েছেন তারা হলেন খুলনা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী এসএম মোর্ত্তজা রশিদী দারা আপিল গত ১০ই ডিসেম্বর নামঞ্জুর হলে তিনি হাইকোর্টে রিট দায়ের করেন।

নওগাঁ-২ এর স্বতন্ত্র প্রার্থী এইচ এম আকতারুল আলমের আপিল গত ১১ই ডিসেম্বর ইসিতে নামঞ্জুর হলে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে আবেদন করেন তিনি।

সিরাজগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. শাখাওয়াত হোসেনের প্রার্থিতা ফিরে পেতে করা আপিল গত ১৩ই ডিসেম্বর নামঞজুর হয়। এরপর তিনি ইসির আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আসেন।

ময়মনসিংহ-৯ আসনের আওয়ামী লীগের প্রার্থী মেজর জেনারেল (অব.) এম এ সালামের প্রার্থিতা ফিরে পেতে করা আপিল গত ১৫ই ডিসেম্বর নামঞ্জুর করে নির্বাচন কমিশনের আপিল ট্রাইব্যুনাল। পরে ইসির আদেশ চ্যালেঞ্জ করে রিট করেন তিনি। শুনানি শেষে প্রার্থিতা ফিরে পান তিনি। তার পক্ষে আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী।

বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ আপিল আবেদন গত ১৫ই ডিসেম্বর নামঞ্জুর করেছিল নির্বাচন কমিশনের আপিল ট্রাইব্যুনাল। পরে ইসির ওই আদেশ চ্যালেঞ্জ করে রোববার (১৭ই ডিসেম্বর) হাইকোর্টে রিট করেন তিনি। 

এদিন শুনানি শেষে আদালত তাকে প্রতীক দেওয়ার নির্দেশ দেন। আদেশের বিষয়টি নিশ্চিত করে আইনজীবী ইফতাবুল কামাল অয়ন বলেন, আদালত সাদিক আব্দুল্লাহকে প্রতীক বরাদ্দ দেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে নির্বাচন কমিশনের দেওয়া আদেশ স্থগিত করেছেন। পাশাপাশি ইসির দেওয়া আদেশ কেন বাতিল করা হবে না, এই মর্মে রুল জারি করেছেন। 

এর আগে ১৭ ডিসেম্বর হাইকোর্টের আদেশে ছয়জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। গত ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সময়ে প্রার্থিদের আপিল শুনানি নিয়ে নির্বাচন কমিশন ২৮৬টি আপিল মঞ্জুর করে এবং একই সময়ে ২৭৩টি আবেদন নামঞ্জুর করে। এরপর প্রার্থিতা ফিরে পেতে অনেক প্রার্থী হাইকোর্টে আবেদন করেছেন। সেই ধারাবাহিকতায় এদিন ১৪ জন প্রার্থিতা ফিরে পেলেন।

এইচআ/  আই.কে.জে


নির্বাচন হাইকোর্ট প্রার্থিতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন