ছবি: সংগৃহীত
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনা প্রসঙ্গে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, ‘আমরা যথাযথ চিকিৎসা নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু যে সন্তান হারিয়ে গেছে, তার কষ্ট একমাত্র তার পরিবারই বোঝে। আমাদের আহত বাচ্চাদের জন্য চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট সবাই দিনরাত পরিশ্রম করে চলেছেন।’
স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন, ‘আমি প্রার্থনা করি, আর কোনো বিভীষিকা যেন আমাদের জীবনকে স্পর্শ না করে। আসুন আমরা সবাই একটি সুন্দর, সহনশীল বাংলাদেশ গড়ে তুলি।’
আজ সোমবার (২৮শে জুলাই) সকাল ১০টায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আহত জুলাই যোদ্ধাদের সেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয় ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান।
অনুষ্ঠানের শুরুতেই জুলাই গণ-অভ্যুত্থানে স্বাস্থ্যকর্মীদের ভূমিকা নিয়ে তথ্যচিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, ‘বায়ান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণ-আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ—সবই আমাদের ইতিহাসের গর্ব। কিন্তু এই জুলাই মাসেই আমরা হারিয়েছি আমাদের অসংখ্য ছাত্র-জনতাকে। তাদের এই অপরিমেয় আত্মত্যাগ আমাদের ভুলে গেলে চলবে না।’
অনুষ্ঠানে প্রদর্শিত বিশেষ ভিডিও বার্তায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘জুলাইয়ের বীর যোদ্ধাদের জীবন বাঁচাতে আমাদের চিকিৎসকেরা দিনরাত ঝুঁকি নিয়ে চিকিৎসাসেবা দিয়েছেন। তাদের এই ত্যাগ জাতি কখনো ভুলবে না।’
খবরটি শেয়ার করুন