শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চুক্তি হয়ে গেলে আমেরিকার অনুমতি সাপেক্ষে গোপনীয়তার বিষয়টি প্রকাশ করা হবে: বাণিজ্য উপদেষ্টা *** বৃত্তি পরীক্ষা আর্থিক প্রণোদনা হিসেবে কাজ করবে *** ৩ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস *** মায়ামির সঙ্গে কী নতুন চুক্তি করবেন মেসি, যা বলছেন কোচ *** ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে দক্ষিণ আফ্রিকা সরকারের ওপর চাপ বাড়ছে *** মাইকেল জ্যাকসনের মোজা বিক্রি হলো ১০ লাখ টাকায় *** ইউরোপের প্রথম দেশ হিসেবে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা স্লোভেনিয়ার *** জুলাই হত্যাকাণ্ডে নিহত ১১৪ জনের মরদেহ তোলা হবে রায়েরবাজার গণকবর থেকে *** জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ ৫ই আগস্ট *** টটেনহাম ছেড়ে মেসিদের লিগে যাচ্ছেন সন

হাই ব্লাড সুগার কমাবে নিমপাতা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ পূর্বাহ্ন, ৩রা জুন ২০২৩

#

প্রতীকী ছবি

হাই-ব্লাড সুগার একটি বড় সমস্যা বটে। এজন্য কত পদ্ধতির আশ্রয় নিতে হয় মানুষকে। তবু পুরোপুরি নিয়ন্ত্রণে আসে না। ওষুধ খেয়ে অনেকেই কমাতে পারেন। কিন্তু এটিও আদর্শ পদ্ধতি নয়। যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্য নিমপাতার মাধ্যমে ব্লাড সুগার অনেকটা নিয়ন্ত্রণে আনতে পারেন।

নিমে আছে গ্লাইকোসাইডস এবং ট্রিপটোপেনয়েডসহ একাধিক গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্ল্যাভানয়েডস। আর এসব উপাদান একসঙ্গে মিলেই রক্তে শর্করার লেভেল নিয়ন্ত্রণে সাহায্য করে। মূলত তিনটি উপায়ে এমনটি করা সম্ভব। 

সকালে কাঁচা চিবিয়ে খান

রোজ সকালে উঠে নিমপাতা ধুয়ে কাঁচা চিবিয়ে খেয়ে দেখতে পারেন। স্বাভাবিক, তেতো স্বাদটা ভালো লাগবে না। তবে বনফুলের গল্প যারা পড়েছেন তারা এটুকু নিশ্চিত থাকতে পারেন নিমপাতা কাঁচা চিবিয়ে খেলে উপকার আছে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত নিমপাতা চিবিয়ে খেলে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে আসে। খালিপেটে নিমপাতা চিবিয়ে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়। 

আরো পড়ুন:গরমে কতক্ষণ এসি চালানো উচিত?

নিমপাতার পানীয়

নিমপাতা পানিতে ফুটিয়ে নিন। টগবগ করে ফোটার পর একসময় দেখবেন পানি সবুজ রঙা হয়ে গেছে। ঠাণ্ডা করে ওই পানি পান করুন অথবা সকালে চায়ের বদলে এই পানি খান। উপকার পাবেন। 

ওষুধ খাওয়া ছাড়ার দরকার নেই

অনেকে মনে করেন নিয়মিত নিমপাতা খেলেই হবে। ডায়াবেটিসের ওষুধ কিন্তু খাওয়া বন্ধ করলে হবে না। নিমপাতা আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য অরে। তাই ওষুধ খাওয়া বন্ধ করবেন না। 

সূত্র: হেলথইন

এম/



Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন