বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এই সরকারের এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** জাতীয় স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে নয়াদিল্লি *** ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চান দেশটির ৩১ বিশিষ্ট নাগরিক *** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের

সুদান সংকট বিশ্বের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৬ পূর্বাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৩

#

সুদানের সাবেক প্রধানমন্ত্রী আবদাল্লা হামদোক- ছবি: সংগৃহীত

সুদানের চলমান সংঘাত সিরিয়া ও লিবিয়ার চেয়ে ভয়াবহ হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী আবদাল্লা হামদোক। তিনি বলেন, এ লড়াই চলতে থাকলে তা বিশ্বের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠবে।

আজ রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ কথা বলা হয়। কেনিয়ার রাজধানী নাইরোবিতে এক সম্মেলনে দেওয়া বক্তব্যে হামদোক সুদানের সামরিক বাহিনী ও বিদ্রোহী আধাসামরিক বাহিনীর নেতাদের শান্তি আলোচনায় বসতে বাধ্য করতে সম্মিলিত আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান জানান।

তিনি বলেন, সুদান বড় দেশ, খুবই বৈচিত্র্যপূর্ণ। আমি মনে করি, এই সংকট দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে। এটি সামরিক বাহিনীর সঙ্গে ছোট বিদ্রোহী গোষ্ঠীর লড়াই নয়। এটি প্রায় দুই সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ, যারা প্রশিক্ষিত এবং অস্ত্রশস্ত্রে সজ্জিত।

২০১৯ ও ২০২২ সালে দুই মেয়াদে সুদানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন হামদোক। তিনি বলেন, সুদানের নিরাপত্তাহীনতা সিরিয়া ও লিবিয়ার গৃহযুদ্ধের চেয়ে খারাপ হতে পারে। সিরিয়া ও লিবিয়ার গৃহযুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন, লাখ লাখ মানুষকে উদ্বাস্তুতে পরিণত করেছে এবং বিস্তৃত অঞ্চলজুড়ে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে।

আরো পড়ুন: যে কারণে পদত্যাগ করলেন বিবিসির চেয়ারম্যান

এদিকে, সুদানে প্রায় দুই সপ্তাহের সংঘাতে কয়েকশ মানুষ নিহত হয়েছেন এবং হাজার হাজার মানুষ দেশ থেকে পালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে সুদানি সেনাবাহিনী বলছে, ভারী কামান ব্যবহার করে রাজধানী খার্তুমের চারদিক থেকে তারা আক্রমণ চালাচ্ছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাতিসংঘের জোর কূটনৈতিক প্রচেষ্টায় গত বৃহস্পতিবার দ্বিতীয় দফায় সংঘাতে লিপ্ত দুই পক্ষের মধ্যে অস্বস্তিকর যুদ্ধবিরতির সময় ৭২ ঘণ্টা বৃদ্ধি পেয়েছিল। তবে এরপর আর সময় বাড়েনি। এরই মধ্যে খার্তুমের বিভিন্ন অংশে বিমান, ট্যাঙ্ক ও কামান হামলা অব্যাহত আছে বলে খবর পাওয়া গেছে।

এম/ আই. কে. জে/


 

সুদান সংকট বিশ্ব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন