মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গঙ্গাচড়ায় হিন্দুদের বসতঘরে হামলার নিন্দা, জড়িতদের গ্রেপ্তার দাবি *** থাই রাজার সন্ন্যাসী পুত্রের আবেগঘন বার্তা কীসের ইঙ্গিত *** ব্রাজিলকে শিরোপা জেতানো কোচকে নিয়োগ দিল বসুন্ধরা *** বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: প্রধান উপদেষ্টা *** প্রধান উপদেষ্টাকে সৌদি আরবের আমন্ত্রণ *** বাংলাদেশসহ ৯৮ দেশে ভূমিকম্পের আগাম বার্তা অ্যান্ড্রয়েড ফোনে, সক্রিয় করবেন যেভাবে *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ৩রা আগস্ট খুলছে মাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাস *** মাঝ আকাশ থেকে ফেরত এলো বিমানের ঢাকা-দাম্মাম ফ্লাইট

সুইস পার্লামেন্ট আটকে দিল প্যালেস্টাইনে সহায়তা বন্ধের বিল

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্যালেস্টাইনি শরণার্থীদের সহায়তা সংক্রান্ত জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনাইটেড নেশনস প্যালেস্টাইনিয়ান রেফিউজি এজেন্সির তহবিলে (আনরোয়া) অর্থ সহায়তা প্রদান বন্ধ করা বিষয়ক একটি বিল আটকে দিয়েছে সুইজারল্যান্ডের পার্লামেন্টের উচ্চকক্ষ। 

পার্লামেন্টের উচ্চকক্ষের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আনরোয়ার শীর্ষ নির্বাহী ফিলিপ ল্যাজারিনি। সেখানে সম্মেলনের অবসরে সাংবাাদিকদের ল্যাজারিনি বলেন, ‘এটা ইতিবাচক। আমি বেশ উদ্বিগ্ন ছিলাম।’

‘২ কোটি সুইস ফ্রাঁ সুইজারল্যান্ডের জন্য খুব বড় কোনো অঙ্ক নয়; কিন্তু এই মুহূর্তে দেশটির, বিশেষ করে গাজার শরণার্থীদের জীবনরক্ষা ও মানবিক সহায়তার বিবেচনায় এই অর্থ খুবই জরুরি। উন্নত দেশগুলো যদি সহায়তার প্রবাহ অব্যাহত রাখে, কেবল তাহলেই গাজার শরণার্থীদের বাঁচানো সম্ভব হবে আমাদের পক্ষে।’

আরো পড়ুন: ইউক্রেনের ৫০ বিলিয়ন ইউরো সহায়তা আটকে দিল হাঙ্গেরি

সুইজারল্যান্ডের পার্লামেন্টের নিম্নকক্ষ ফেডারেল অ্যাসেম্বলিতে বিলটির পক্ষে ভোট ১১৬ জন এবং বিপক্ষে ৭৮ জন এমপি ভোট দেন। নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর চুড়ান্ত অনুমোদনের জন্য বিলটি পাঠানো হয় উচ্চকক্ষে। সেটির ওপর ভোটও হয়। ফলাফলে দেখা যায়, উচ্চকক্ষের প্রতিনিধিদের মধ্যে বিলটির বিপক্ষে ২৩ জন এবং পক্ষে ভোট দেন ২১ জন এমপি।

উল্লেখ্য, বিভিন্ন উন্নত দেশের দেওয়া সহায়তার ভিত্তিতেই আনরোয়ার তহবিল চলে। সুইজারল্যান্ড প্রতি বছর এ তহবিলে ২ কোটি সুইস ফ্রাঁ (২ কোটি ৩০ লাখ ডলার) প্রদান করে থাকে।

সূত্র: রয়টার্স 

এইচআ/ আই.কে.জে/ 

শরণার্থী সুইস পার্লামেন্ট সহায়তা বিল প্যালেস্টাইনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন