বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের *** চা-শ্রমিকদের মজুরি বছরে ৫ শতাংশ হারে বাড়বে *** বয়স ১৬ না হলে ইউটিউবে অ্যাকাউন্ট খোলা নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া *** বলিউড অভিনেতা দীলিপ কুমার ও রাজ কাপুরের পৈতৃক বাড়ি সংস্কার করছে পাকিস্তান *** আগামীকাল খসড়া সনদ রাজনৈতিক দলগুলোকে দেওয়ার আশা করছি: আলী রীয়াজ *** নিউইয়র্কে বাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত

সবচেয়ে গভীর জলের মাছের খোঁজ পেলেন বিজ্ঞানীরা

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৩

#

এই শামুক মাছগুলিকে জাপানের ইজু-ওগাসাওয়ারা ট্রেঞ্চে ৭,৫০০ থেকে ৮,২০০ মিটার গভীরতায় পাওয়া গেছে। ছবি: সংগৃহীত।

সাগরের অস্বাভাবিক গভীরতায় সাঁতার কাটা একটি মাছের ভিডিও ছবি তুলেছেন বিজ্ঞানীরা। এখন পর্যন্ত সন্ধান পাওয়া সবচেয়ে গভীর জলের মাছ বলা হচ্ছে এই জুভেনাইল ফিশকে। এটি স্নেলফিশেরই একটি ধরন। বিজ্ঞানীরা বলছেন, জাপানের ইজু–ওগাসাওয়ারা ট্রেঞ্চে এই মাছ পাওয়া গেছে।

সংবাদমাধ্যম সিএনএন এর প্রতিবেদনে বলা হয়, সাগরপৃষ্ঠ থেকে ২৭ হাজার ৩৪৯ ফুট (আট হাজার ৩৩৬ মিটার) নিচে বিচরণ করা মাছটি এক ধরনের স্নেইলফিশ। জাপানের দক্ষিণে ইজু-ওগাসাওয়ারা ট্রেঞ্চে (সাগরের নিচের গভীর খাত) সাঁতার কাটার সময় জাহাজ থেকে নামিয়ে দেওয়া ল্যান্ডারের মাধ্যমে মাছটির ছবি তোলা হয়।

বলা হয়ে থাকে, প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থানটি মারিয়ানা ট্রেঞ্চে। এখানে সমুদ্রের গভীরতা ১০ হাজার ৯৩৫ মিটার। ধারণা ছিল, এই খাদের গভীরে যেসব মাছের সন্ধান পাওয়া যায়, সেগুলোই সবচেয়ে গভীর জলের মাছ। কিন্তু এখন বিজ্ঞানীদের গবেষণায় নতুন তথ্য উঠে এলো।

আরো পড়ুন: অ্যান্টার্কটিকার বরফ দ্রুত গলে যাওয়ায় গভীর সমুদ্রের স্রোত হ্রাস

দ্য ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সমুদ্র বিষয়ক এই বিজ্ঞানী ১০ বছর আগে থেকে ধারণা করছিলেন, ৮২০০ থেকে ৮৪০০ মিটার গভীরে মাছ মিলতে পারে। দশক ধরে বিশ্বজুড়ে অনুসন্ধানের পর সেই ধারণাই সত্যি হলো।

২০১৭ সালে মারিয়ানা খাতে ৮ হাজার ১৭৮ মিটার গভীরে স্নেইলফিশ দেখা গিয়েছিল উল্লেখ করে গবেষক দলের প্রধান অধ্যাপক অ্যালান জেমিসন বিবিসিকে বলেন, আগের চাইতে ১৫৮ মিটার গভীর মাছের বিচরণ দেখা গেছে।

এর আগে ২০১৭ সালে ৮ হাজার ১৭৮ মিটার গভীরে একই ধরনের মাছের সন্ধান পাওয়া গিয়েছিল। সেটা ছিল মারিয়ানা ট্রেঞ্চে। সারা বিশ্বে স্নেলফিশের তিন শতাধিক প্রজাতি পাওয়া যায়। তবে এর অধিকাংশই অগভীর জলে বাস করে। শারীরিক গঠনের কারণেই এই মাছ সমুদের গভীরে এত চাপ থাকার পরও বাস করতে পারে।

এমএইচডি/ আই. কে. জে/

বিশ্ব সংবাদ জাপান মাছ আন্তর্জাতিক সমুদ্র বিজ্ঞানী পরিবেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন