বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সোশ্যাল মিডিয়ায় ঝটিকা মিছিলের ভিডিও, বাস্তবে তেমন কিছু না: ডিএমপি কমিশনার *** সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ইসিকে ৩৬ প্রস্তাব বিএনপির *** ভারতে ধর্মের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর নতুন অস্ত্র এআই: গবেষণা *** মিরপুরেই শেষ ম্যাচ খেলতে চান সাকিব *** শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় কবে, জানা যাবে ১৩ই নভেম্বর *** হত্যা মামলায় অভিনেতা ইরেশ যাকেরসহ দুজনকে অব্যাহতির সুপারিশ *** জিয়াউর রহমান সরকারের মন্ত্রীর ছেলে যোগ দিলেন আওয়ামী লীগে *** শনিবারের ক্লাস নিয়ে বিভ্রান্তি, স্পষ্ট করলেন শিক্ষক নেতা আজিজী *** বাজারে সবজির সরবরাহ বাড়ছে, দামের উত্তাপ কমছে *** ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার আহ্বান জানালেন বিশ্বখ্যাত ইহুদিরা

শাকিবের বিপরীতে এবার বলিউড অভিনেত্রী!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪২ অপরাহ্ন, ২৪শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

কয়েক বছর ধরে শোনা যাচ্ছে, বলিউডের সিনেমায় অভিনয় করবেন শাকিব খান। আর সেই ছবিতে নায়িকা থাকবেন শ্রদ্ধা কাপুর। তবে শেষ পর্যন্ত সেই ছবি আলোর মুখ দেখেনি। কেবল কথার মাঝেই সীমাবদ্ধ থেকেছে।

এবার আবারও শাকিবের বলিউড অভিষেকের খবর ছড়িয়ে পড়েছে। অনন্য মামুন তাকে নিয়ে বলিউডের মোড়কে সর্বভারতীয় সিনেমা বানানোর ঘোষণা দিয়েছেন।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘শাকিব খানের নতুন ছবিটি বাংলার পাশাপাশি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় তৈরি হবে। আগামী সেপ্টেম্বরে ভারতে বেনারস থেকে ছবিটির শুটিং হবে। একটানা ৩৫ দিনের শুটিংয়ের মধ্য দিয়ে পুরোপুরি কাজ শেষ হবে ছবিটির। বাংলাদেশ-ভারতে একসঙ্গে মুক্তি পাবে নাম চূড়ান্ত না হওয়া এই ছবি।’

এদিকে ছবির নায়িকা নিয়েও ধুম্রজাল সৃষ্টি হয়েছে। শোনা যাচ্ছে, নেহা শর্মা থাকবেন ঢালিউড কিংয়ের বিপরীতে। তবে মামুন আরও কয়েকজন নায়িকার নাম জানালেন। প্রাচী দেশাই, জেরিন খান ও শেহনাজ গিল— এই তিন জনের মধ্যেও একজন থাকতে পারেন। সবকিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত এখনই মুখ খুলতে চাইছেন না পরিচালক।

চার জনের মধ্যে কাকে দেখা যাবে— জানতে চাইলে মামুনের উত্তর, ‘আর কয়েকটা দিন সময় দিন। তবে এটুকু বলছি, কিছু একটা হবে, যা কেউ আগে ভাবেনি। তবে আপনাকে এটুকু বলছি, তাদের মধ্য থেকে কেউ একজনই থাকবেন।’

শাকিব খান এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে রয়েছেন। সন্তান আব্রাহাম খান জয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন। দেশে ফিরবেন এ মাসের শেষ সপ্তাহে। ছবিটি নিয়ে তিনি এখনো কোনো কথা না বললেও ধারণা করা হচ্ছে, ফেরার পর সবকিছু চূড়ান্ত করে তবেই আনুষ্ঠানিকভাবে কথা বলবেন।

এর আগে শাকিব খানকে নিয়ে ‘নবাব এলএলবি’ নামের একটি দুই কিস্তির ছবি বানিয়েছিলেন মামুন। যদিও ছবিটি তেমন সাড়া ফেলেনি।

ওআ/


বলিউড শাকিব খান বিনোদন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250