শুক্রবার, ১লা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থানা হোক ন্যায়বিচারের প্রথম ঠিকানা: আইজিপি *** জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ উদ্বোধন *** বিশ্ব রেকর্ড গড়ার পর সোনাও জিতলেন ‘ম্যাজিক’ মারশাঁ *** নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগ নেতাকর্মীদের ‘গোপন বৈঠক’ ঘিরে গ্রেপ্তার ২২, সেনা হেফাজতে এক মেজর *** জুলাই সনদ আইনের ঊর্ধ্বে: সালাহউদ্দিন আহমদ *** ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল বিএনপি-জামায়াতসহ ২৯ দল *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে সিদ্ধান্ত নেবে পর্তুগাল *** রাষ্ট্রপতি নির্বাচন হবে উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে *** ১৮৫ বছরের পুরোনো বুনো মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর *** প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত

রাজধানীতে প্রতীকী অবস্থান কর্মসূচি পালনের চিন্তা বিরোধীদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১০ পূর্বাহ্ন, ১৯শে আগস্ট ২০২৩

#

গণমিছিল কর্মসূচির আগে সমাবেশে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম। ছবি: সংগৃহিত

চলতি আগস্ট মাসে ‘এক দফা’ দাবিতে বিএনপিসহ সরকারবিরোধী দলগুলো দুই দফা গণমিছিল করেছে। এই সপ্তাহের শেষ দিকে আরেকটি যুগপৎ কর্মসূচি আসছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এবার রাজধানীতে কয়েক ঘণ্টার ‘প্রতীকী অবস্থান’ কর্মসূচি পালন করার কথা আলোচনায় আছে। 

বিএনপিসহ যুগপৎ আন্দোলনে শরিক দলগুলোর দায়িত্বশীল একাধিক নেতা শনিবার (১৯ আগস্ট) গণমাধ্যমকে জানিয়েছেন, চলতি মাসের শেষ সপ্তাহ থেকে যুগপৎ আন্দোলনের নানা রকম কর্মসূচি আসবে। এটি হবে সরকারের পদত্যাগের ‘এক দফা’ দাবিতে বিরোধী দলগুলোর চূড়ান্ত আন্দোলন কর্মসূচির শেষ ধাপ। এর মধ্যে ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নিজস্ব কর্মসূচিও থাকবে। 

এদিকে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে আজ শনিবার (১৯ আগস্ট) বিএনপির পদযাত্রা কর্মসূচি রয়েছে। দেশের সব মহানগর ও জেলায় এই পদযাত্রা হবে। এর পর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আগামী সপ্তাহ থেকে যুগপৎ কর্মসূচি প্রাধান্য পাবে। 

এর আগে গত ১২ জুলাই সরকার হটানোর ‘এক দফার’ আন্দোলন শুরুর পর ঢাকায় মহাসমাবেশ, ঢাকার চার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি এবং গণমিছিল করেছে বিএনপিসহ বিরোধী দলগুলো। গতকাল শুক্রবার (১৯ আগস্ট) চতুর্থ কর্মসূচি হিসেবে ঢাকাসহ দেশের সব মহানগরে গণমিছিলের কর্মসূচিও যুগপৎভাবে করেছে তারা। এর মধ্যে বিএনপি ঢাকার দুই অংশে পৃথক গণমিছিল করে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা গণমিছিলে অংশ নেন। সরকারের পদত্যাগের দাবি জানিয়ে মিছিলে হাজার হাজার নেতা-কর্মী অংশ নেন।

এম.এস.এইচ/

বিএনপির কর্মসূচি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন