সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন সংবিধান রচনার ঘোষণা এনসিপির *** জুলাই অভ্যুত্থানে শহীদদের তালিকা থেকে ৮ জনের নাম বাদ *** বাংলাদেশকে ১৫ কোটি ডলার ঋণ দেবে এডিবি *** স্বাস্থ্য খাত সংস্কারের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টাকে কমিশন সভাপতির চিঠি *** বৃষ্টি উপেক্ষা করে সিডনিতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে লাখো মানুষ *** এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা *** তিন দশকের রাজনীতিতে আমাদের নেতৃত্ব দিয়েছেন দুই শক্তিশালী নারী: মাহফুজ আনাম *** সংস্কার প্রস্তাব নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলবে ঐকমত্য কমিশন *** তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক: তারেক রহমান *** গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

যে তিন পাতায় কমবে ডায়বেটিস!

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ডায়াবেটিস এখন প্রতিটা পরিবারেই দেখা যায়। এটি অবহেলা করেছেন তো বিপদ হাতের মুঠোয় ধরা দেবে চোখের পলকে। কারণ ডায়াবেটিস অন্যান্য রোগের সঙ্গে খাতির জমিয়ে ফেলে খুব তাড়াতাড়ি করেই। তাই আপনি ডায়াবেটিসকে একেবারেই অবহেলা করবেন না। খালি পেটে কিছু উপায় অনুসরণ করলে আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারবেন।

ডায়াবেটিস অন্যান্য রোগকে আমন্ত্রণ জানায়। এটি হার্ট, কিডনি, চোখ, ফুসফুস ইত্যাদির ক্ষতি করে দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বিশ্বে প্রায় ৪২২ মিলিয়ন মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এর মধ্যে প্রতি বছর দেড় মিলিয়ন মানুষ মারা যায়।

আরো পড়ুন : স্তন ক্যান্সারের ঝুঁকি শনাক্তে মোবাইল অ্যাপ

আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট এনসিবিআই-এর একটি গবেষণায় দাবি করা হয়েছে যে প্রায় ৮০০ গাছ এবং গাছপালা রয়েছে যেগুলোতে অ্যান্টি-ডায়াবেটিক বৈশিষ্ট্য রয়েছে। গবেষণায় আরও দাবি করা হয়, কস্টাস ইগনিয়াস, ভৃঙ্গরাজ এবং ইউক্যালিপটাসের পাতা চিবিয়ে খেলে ইনসুলিনের উৎপাদন বাড়িয়ে রক্তে শর্করা নিয়ন্ত্রণ করা যায়।

চলুন জেনে নিই যে তিন পাতায় মিলবে ডায়বেটিস এর সমাধান:-

১. ভৃঙ্গরাজ পাতা: এনসিবিআই-এর গবেষণায় জানা গেছে, ভৃঙ্গরাজ পাতায় অ্যান্টি-ডায়াবেটিক বৈশিষ্ট্য রয়েছে। ভৃগুরাজের হাইপোগ্লাইসেমিক বৈশিষ্ট্য রয়েছে। অর্থাৎ এটি রক্তে শর্করা কমানোর ক্ষমতা রাখে। সকালে খালি পেটে ভৃঙ্গরাজ পাতা খেলে সারাদিন ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে এবং স্বাভাবিকভাবেই ইনসুলিনের উৎপাদন বৃদ্ধি পায়।


২. কস্টাস ইগনিয়াস: কস্টাস ইগনিয়াস বা ইনসুলিন প্ল্যান্টও ডায়াবেটিস নিয়ন্ত্রণে অগ্রণী ভূমিকা পালন করে। এতে বেশি পরিমাণে অ্যান্টি-ডায়াবেটিক বৈশিষ্ট্য পাওয়া যায়। তাই এর নাম ইনসুলিন প্ল্যান্টও বলা হয়। আমেরিকান সেন্টার ফর বায়োটেকনোলজি অ্যান্ড ইনফরমেশনের এক গবেষণায় দেখা গেছে, কস্টাস ইগনিয়াসের পাতা চিবিয়ে খেলে রক্তে গ্লুকোজের মাত্রা অনেক কমে যায়। আর খালি পেটে এই পাতা খেলে দারুণ কাজ করে। গবেষণায় দেখা গেছে, কিছু ইঁদুরকে ডেক্সামেথাসোন দিয়ে ব্লাড সুগারের মাত্রা বাড়ানো হয়েছে। এরপর কস্টাস ইগনিয়াস দেয়া হলে হঠাৎ রক্তে শর্করার মাত্রা কমে যায়। এ কারণেই কস্টাস আগ্নেয় পাতা দিয়ে তৈরি ট্যাবলেটও পাওয়া যায়।


৩. ইউক্যালিপটাস: ইউক্যালিপটাস নিয়ে পরিবেশগত বিভ্রান্তি থাকলেও এটি ডায়াবেটিসের জন্য দারুণ কাজ করে। অস্ট্রেলিয়া, ইরান, আমেরিকা, আফ্রিকাতে এই গাছ বেশি দেখা যায়। এটিও ইঁদুরের ওপর একই রকম গবেষণায় ডায়াবেটিস নিয়ন্ত্রণের কার্যকরী ভূমিকার প্রমাণ পাওয়া গেছে। ইউক্যালিপটাসের তেল এবং পাতা ঔষধি উদ্দেশ্যেই ব্যবহৃত হয়। ইউক্যালিপটাস তেল বিভিন্ন ধরনের ক্রিম, সাবান এবং টুথপেস্টে অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান হিসেবে ব্যবহৃত হয়।


এই পাতাগুলো রোজ সকালে খালি পেটে সেবন করলে আপনার ডায়বেটিস অনেকটা নিয়ন্ত্রণে থাকবে। তাই নিজেও ভালোও থাকুন এবং পরিবারের সবাইকে ভালো রাখুন।

এগুলো হয়তো ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাজ করতে পারে। তবে যে কোনো রোগের জন্য আপনাকে অবশ্যই রেজিস্টার্ড

 চিকিৎসকের পরামর্শ  নিতে হবে।

এস/  আই.কে.জে/

-

নিয়ন্ত্রণ ডায়বেটিস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন