শুক্রবার, ১লা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থানা হোক ন্যায়বিচারের প্রথম ঠিকানা: আইজিপি *** জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ উদ্বোধন *** বিশ্ব রেকর্ড গড়ার পর সোনাও জিতলেন ‘ম্যাজিক’ মারশাঁ *** নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগ নেতাকর্মীদের ‘গোপন বৈঠক’ ঘিরে গ্রেপ্তার ২২, সেনা হেফাজতে এক মেজর *** জুলাই সনদ আইনের ঊর্ধ্বে: সালাহউদ্দিন আহমদ *** ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল বিএনপি-জামায়াতসহ ২৯ দল *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে সিদ্ধান্ত নেবে পর্তুগাল *** রাষ্ট্রপতি নির্বাচন হবে উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে *** ১৮৫ বছরের পুরোনো বুনো মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর *** প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত

যাত্রীর চাপ নেই সদরঘাট লঞ্চ টার্মিনালে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৪ অপরাহ্ন, ২৭শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

মঙ্গলবার থেকে শুরু হয়েছে ঈদের ছুটি। দুদিন পরই পবিত্র ঈদুল আজহা। তাই পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটাতে ঢাকা ছাড়ছেন লাখো মানুষ। ঈদের আগে সড়ক ও রেলপথে ঘরমুখো মানুষের ভিড় থাকলেও ব্যতিক্রম রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে। আগের মতো যাত্রীদের চাপ নেই। লঞ্চের কর্মচারীদেরও নেই তেমন ব্যস্ততা। তবে সন্ধ্যার পর থেকে চাপ কিছুটা বেশি থাকে বলে জানিয়েছেন লঞ্চ কর্মকর্তারা।

মঙ্গলবার (২৭ জুন) সকালে সদরঘাট লঞ্চ টার্মিনালে এমন চিত্রই দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, টার্মিনালের পন্টুনে বাধা আছে দক্ষিণাঞ্চলগামী সারি সারি লঞ্চ। সকাল ১০টা নাগাদ লঞ্চ ছেড়েছে ২৭টা। এ সময়ের মধ্যে ৪৬টা লঞ্চ ঘাটে এসেছে। ২-৩টি লঞ্চে যাত্রীদের দেখা গেলেও বাড়তি কোনো চাপ নেই যাত্রীদের। যাত্রীর চাপ না থাকায় লঞ্চ কর্মচারীদের তেমন হাক ডাকও নেই। ।

ভোলাগামী এমভি টিপু -১৩ লঞ্চের যাত্রী মো. আরিফ লেন, সকাল সাড়ে ৭টায় ঘাটে আসলাম। দেড় ঘণ্টা হয়েছে এখনো লঞ্চ ছাড়ছে না। কখন লঞ্চ ছাড়বে জানি না।

বরিশালের এক যাত্রী মো. ইকবাল হোসেন বলেন, সকাল ৮টায় ঘাটে আসলাম। সকালে বরিশালের কোনো লঞ্চ ছাড়বে না শুনলাম। বরিশালের কোনো যাত্রী নেই। বিকেলের দিকে নাকি ছাড়বে লঞ্চ।

বিআইডব্লিউটিএর নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের ঢাকা নদীবন্দর কার্যালয়ের সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১২টা থেকে সকাল ৯টা পর্যন্ত দক্ষিণাঞ্চলের উদ্দেশে ছেড়ে গেছে ২০টি লঞ্চ। এছাড়া দক্ষিণাঞ্চল থেকে সদরঘাট টার্মিনালে এসেছে ৩৯টি লঞ্চ।

আরো পড়ুন: আজও কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়

ভোলাগামী এমভি কর্ণফুলী লঞ্চের কর্মচারী ইরন  বলেন, সকাল থেকে যাত্রী তুলছি। ৯টা বাজছে এখনো লঞ্চে যাত্রী ভরে নাই। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। অথচ আগে লঞ্চ ঘাটে আসার সঙ্গে সঙ্গে যাত্রী ভরে যেতো। তবে ঈদের ছুটিতে সন্ধ্যার পর থেকে চাপ কিছুটা বাড়তে পারে।

এদিকে যাত্রীদের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সদরঘাট টার্মিনালের নৌ-পুলিশের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা উপ-পরিদর্শক মো. রাজিব রহমান  বলেন, আমাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘরমুখো মানুষ যেন কোনো ধরনের অসুবিধা না হয় তার জন্য পুলিশ সদস্যরা তৎপর রয়েছে। আজ যাত্রীর চাপ কিছুটা রয়েছে।

এসি/ আই. কে. জে/

যাত্রী সদরঘাট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন